ঢাকা, শুক্রবার ২৭, ডিসেম্বর ২০২৪ ১:০৫:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলল প্রবেশ পথ, সচিবালয়ে ঢুকছেন কর্মকর্তা-কর্মচারীরা যেসব মন্ত্রণালয়ের অফিস আছে আগুন লাগা ভবনে পাঁচ ঘণ্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে ধর্ষিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে: দিল্লি হাইকোর্ট

পাবনায় শিমের ভালো ফলনে কৃষকের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ এএম, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে সবজির চাহিদার বড় অংশ পূরণ হয় পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় উৎপাদিত সবজি দিয়ে। এখানকার মাটি উর্বর ও কৃষকের পরিশ্রমে সবজি-প্রধান এলাকা হিসেবে পরিচিত এ উপজেলা। তবে এবার অতিবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে আগাম জাতের সবজি চাষ করে কৃষক ক্ষতির মুখে পড়ে। তবে শিমের ফলন ভালো হওয়ায় সেই ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা।

কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অসময়ে এ বছর দফায় দফায় বৃষ্টি, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে শিম, গাজর, মুলা, বেগুন, পেঁয়াজ, শালগম, টমেটো, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, আলুসহ সব ধরনের শীতকালীন সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঈশ্বরদীতে গত সেপ্টেম্বর মাসে ৪৯২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফুল থেকে সবজি হওয়ার শুরুর সময় প্রায় ৩০০ হেক্টরের শিমসহ ৬-৭শ' হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে।

কৃষকরা বলছেন, ঈশ্বরদীর বিভিন্ন গ্রামে উৎপাদিত সবজি সারা বছর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মিটিয়ে থাকে। অথচ এখানেই সবজির সংকট দেখা দিয়েছে। এবার একবারের জায়গায় তিনবার চাষ করার পর শেষ মুহূর্তে কৃষকরা ঘুরে দাঁড়িয়েছেন। শিমের রঙিন ফুলে ভরে উঠেছে মাঠের পর মাঠ। এখন প্রতিদিন ঈশ্বরদীতে বিক্রি হচ্ছে প্রায় ৪ কোটি টাকার শিম।

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, আওতাপাড়া; আটঘরিয়া উপজেলার চাঁদভা, খিদিরপুর, হাপানিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার মাঠের যেদিকে তাকানো যায়, শুধু শিম আর শিম। সপ্তাহখানেক হলো আগাম জাতের ‘অটো শিম’ বাজারে উঠেছে। এখন দাম বেশি পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ক্রেতা-বিক্রেতাদের পদভারে মুখর হয়ে উঠেছে মুলাডুলির সবজি আড়ত। প্রতিদিন এখানে ৩ থেকে ৪ কোটি টাকার শিম বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আড়তদাররা। 

তারা বলছেন, প্রতিদিন মুলাডুলির আড়ত থেকে ৪৫ থেকে ৫০ ট্রাক শিম যাচ্ছে ঢাকার বাজারে। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শিম পাঠানো হচ্ছে। প্রতি কেজি শিম ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুলাডুলি গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন, শীত মৌসুমে গ্রামে গ্রামে ছোট-বড় সবাই সবজি আবাদ করে। এ মৌসুমটাতে সবজি বিক্রি করে অনেকে কৃষক স্বাবলম্বী হয়েছেন। 

মুলাডুলি সবজি আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, গত ২০ বছর ধরে আড়তে শিমের কেনা-বেচা চলে। প্রতিদিন ঢাকা, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নাটোরসহ বিভিন্ন জেলা থেকে পাইকার ব্যবসায়ীরা এখানে সবজি কিনতে আসেন। তারা ট্রাকে করে সবজি নিয়ে যান। 

ঈশ্বরদী উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, ঈশ্বরদীতে এবার ৬ হাজার ৮২ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৩১৪ টন। তবে অতিবৃষ্টির কারণে এ লক্ষ্যমাত্রা পূরণের শঙ্কা রয়েছে। 

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, এ বছর ঈশ্বরদীতে ১ হাজার ২৯০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। শিম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৫০০ টন। অতিবৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও বর্তমানে ভালো ফলন হচ্ছে। এতে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করেন তিনি।