ঢাকা, শনিবার ২১, সেপ্টেম্বর ২০২৪ ৯:২০:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট জাতিসংঘে গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ড. ইউনূস এক সপ্তাহে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু, হাসপাতালে বাড়ছে চাপ বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম, মুরগি দেড় মাসে ১৫০ মামলার আসামি শেখ হাসিনা

রোহিঙ্গাসহ ১৭৪ জন আক্রান্ত, ১৩শ’ ঘর লকডাউন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১৭ মে ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারে এখন পর্যন্ত ৪ রোহিঙ্গাসহ ১৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শনিবার (১৬ মে) ১ রোহিঙ্গাসহ ২৩ জন নতুন আক্রান্তের তথ্য জানিয়েছে কক্সবাজার মেডিকেল কলেজের ডা. অনুপম বড়ুয়া।

এ ঘটনায় উখিয়ার ওই ৪ রোহিঙ্গার ঘরসহ ১৩০৭টি বসত ঘর লকডাউন করেছে ক্যাম্প কর্তৃপক্ষ। এছাড়াও লাল পতাকা টানিয়ে ক্যাম্পের ওই সব এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা।

তিনি বলেন, উখিয়ার কুতুপালংস্থ ১ ওয়েস্ট এফ ব্লকে ১২৭৫ পরিবার, ২ ওয়েনাপ ডি ব্লকে ২০ পরিবার ও ১ ওয়েস্ট সি ব্লকে ১২ পরিবার ঘর লকডাউন করা হয়েছে। এ ১৩০৭ পরিবারে অন্তত ৬ হাজার বেশি রোহিঙ্গা অবরোধের আওতায় পড়েছে। লকডাউন ঘোষণার পর থেকে এসব রোহিঙ্গাদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়ে লকডাউনের আওতায় আসা পরিবারগুলোর জন্য বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে পুলিশসহ অন্য আইন-শৃঙ্খলা বাহিনী।

গত ৪৫ দিনে মোট ৩ হাজার ৭৩১ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তার মধ্যে ১৮৯ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১২ জন, টেকনাফে ৭ জন, উখিয়ায় ২১ জন, রামু ৩ জন, চকরিয়ায় ৬১ জন, কক্সবাজার সদরে ৪৩ জন, কুতুবদিয়ায় ১ জন এবং পেকুয়ায় ২২ জন রয়েছে। এর সাথে যুক্ত হলো ৪ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

-জেডসি