ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ৮:৫৪:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪ তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

আইনি নোটিসের মোকাবিলা আইনগতভাবেই করা হবে : মতিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো আইনি নোটিসের মোকাবিলা আইনগতভাবেই করা হবে। 

বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আ য়োজিত সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খালেদা জিয়ার উকিল নোটিসের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তার প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে বেগম মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া আইনি নোটিস দিয়েছে। আমরা আইনিভাবেই বিষয়টির মোকাবিলা করবো।

খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের বিদেশে অর্থ বিনিয়োগের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কাছে কোনো তথ্য-প্রমাণ আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ তথ্য-প্রমাণ ছাড়া ভিত্তিহীন কোনো তথ্য প্রচার করে না।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দিন কোনো বানোয়াট কথা বলে না, ভিত্তিহীন তথ্য দেয় না।

এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, আমাদের কাছে অবশ্যই তথ্য-প্রমাণ আছে। তাছাড়া বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়টি প্রকাশিত হয়েছে। খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি দেশে-বিদেশে ফলাও করে প্রচার হচ্ছে।

তিনি আরো বলেন, দুর্নীতির মামলায় তাদের শুনানি চলছে, ঠিক এই সময়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই খালেদা জিয়া আইনি নোটিস পাঠিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।

তিনি বলেন, গণমাধ্যম থেকে আমরা নোটিসের বিষয়টি জেনেছি। নোটিস পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, খালেদা জিয়াকে আমরা বলতে চাই, অবিলম্বে এই আইনি নোটিস প্রত্যাহার করতে হবে। তা না হলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে বিদেশি একটি প্রতিবেদনের বরাত দিয়ে একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, বাংলাদেশে দুর্নীতি মামলায় বিচারের মুখে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে সৌদি আরবে।

আর এ বিষয়ে গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাংবাদিকের প্রশ্নের প্রসঙ্গে এ কথা বলেন। ওই খবর কেন শুধু দুটি সংবাদপত্র ও দুটি টেলিভিশনে প্রকাশ করা হলো, কেন অন্য সংবাদমাধ্যমগুলো তা প্রকাশ ও প্রচার করল না, সেই প্রশ্নও তোলেন তিনি।

সেই সূত্র ধরেই বুধবার প্রধানমন্ত্রীকে উকিল নোটিস পাঠান খালেদা। সেখানে বলা হয়েছে, ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইতে হবে এবং তা সংবাদমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। ৩০ দিনের মধ্যে তা করা না হলে ক্ষতিপূরণ আদায় করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।