ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৩:৪০:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ ৮ দফা অস্ত্রোপচারের পর ঘরে ফিরেছে জোড়া শিশু নুহা-নাভা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে ওমরাহ পালনের পর তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ঢাকায় আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

ঢাকায় আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি। আজ শনিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

রাজধানীবাসীকে শান্তিপূর্ণভাবে এ হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। এ সময় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন বিএনপির পক্ষ থেকে প্রত্যাখ্যানেরও ঘোষণা দেন মির্জা ফখরুল।

এর আগে, আজ সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট শুরু হয় এবং ভোটারদের ‘স্বল্প উপস্থিতি’, বিক্ষিপ্ত সহিংসতা ও ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগের মাঝ দিয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

এ নির্বাচনে ভোটগ্রহণ কাজে প্রচলিত ব্যালট পেপারের বদলে পুরোপুরিভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়। এ নিয়ে ভোটার ও প্রার্থী উভয়ের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ঢাকার দুই সিটিতে ভোটার রয়েছেন সাড়ে ৫৪ লাখেরও বেশি।

প্রাথমিক তথ্য অনুযায়ী কেন্দ্রে ভোটারদের হাজির হওয়ার হার ছিল কম। তবে কত শতাংশ ভোটার ভোট দিয়েছেন তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ঢাকা উত্তরে মেয়র হওয়ার দৌড়ে আছেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও বিএনপির তাবিথ আউয়াল। ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের শেখ ফজলে নূল তাপস ও বিএনপির ইশরাক হোসেন।

এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বিকালে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিতে দিতে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপির কর্মীরাও তাদের কার্যালয় থেকে পাল্টা স্লোগান দেন। এর জেরে তাদের মাঝে সংঘর্ষ এবং ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।