ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৭:২১:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

আজ জমবে বইমেলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছুটির দিন আসলেই নতুন করে প্রাণ ফিরে পায় বইমেলা। বিশেষ করে শুক্রবার মেলায় মানুষের সমাগম বেশি হয়। শুক্রবার তাই কেন যেন মনে হয় বিশেষ দিন। এদিন লেখক, পাঠকদের আড্ডাটা বেশ ভালো জমে।

শিশুপ্রহরে কোমলমতি শিশুদের পদচারণায় অন্যরকম আবেশ সৃষ্টি করে। বাবা-মায়ের হাত ধরে ছোট সোনামনি আসে প্রাণের প্রিয় অমর একুশে বইমেলায়। বাংলার সাহিত্য-সংস্কৃতি, কৃষ্টি কালচার আর আবহমান বাংলার মাটির সঙ্গে তারা পরিচিত হয়। নতুন নতুন ভাবনা আসে তাদের মাথায়। নিজেকে তৈরির, দেশ ও বাঙালি জাতিকে জানার সুযোগ পায় তারা।

এদিন বই বিক্রি ভাল না হলেও বিক্রেতাদের, আয়োজকদের মন ভাল থাকে। স্টলে স্টলে মানুষের ভিড় তাদের মনে আশার সঞ্চার করে। বিক্রি ভাল হবে, মেলা ঘুরে বই দেখতে দেখতে এক সময় দর্শনার্থীরা পছন্দের বইটি কিনবেই- এমন আশায় থাকেন বিক্রেতা কিংবা প্রকাশকরা।

লেখকরাও নতুন স্বপ্ন বুনেন। পাঠকদের খুব কাছাকাছি যান। পাঠকের ভিড়ে স্বকীয়তা হারিয়ে লেখক পাঠক মিলে হয়ে যান একাকার। মেলায় পাঠকের ভিড় থাকলে লেখকদেরও মন ভাল থাকে। অন্যদের চেয়ে আলাদা, অন্যরকম কিছু একটা ভাবেন তারা, নিজেদের লেখক ভাবেন। নিজেদের মুল্য বোঝার সুযোগ পান।

শুক্র, শনি করে অবশেষে তৃতীয় শুক্রবারে পৌঁছে গেল অমর একুশে বইমেলা। বইমেলা সতিকারভাবেই এ সময় থেকে জমে উঠতে শুরু করে। তবে প্রাণের বইমেলা লেখক-পাঠকের প্রাণে স্পর্শ করে প্রকৃতভাবে ২১ ফেব্রুয়ারির পর।

এ দিনের পর থেকে শুরু করে বাকি দিনগুলোতে জমে উঠে বই মেলা। ২১ ফেব্রুয়ারির পর বইমেলা হয়ে ওঠে পুরোপুরি বইয়ের প্রকৃত ক্রেতা অর্থাৎ পাঠকদের। পাঠক তার তিন সপ্তাহের চিন্তা ভাবনা আর মেলায় পদচারণার পর প্রয়োজনীয় পছন্দের বইটি কিনে নেন।

আজ শুক্রবার বইমেলা শুরু হবে সকাল ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। মেলায় আজ থাকবে মানুষের ভিড়। আজ জমবে বইমেলা।

‘অমর একুশে বইমেলা ২০২৪’-এ প্রকাশিত হয়েছে জনপ্রিয় কবি পলিয়ার ওয়াহিদের নতুন কবিতার বই ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম।’

কবি পলিয়ার ওয়াহিদ নিজের বই সম্পর্কে বলেন, ‘আলিফ লাম মীম’ মূলত সংস্কৃতি ও বিশ্বাসের দ্বন্দ্বের লড়াই। অজানা বিষয়কে জানার চেষ্টা। সভ্যতার শিরা-উপশিরা, ভাষার ডিজাইন ও কৃষি উপমায় আধুনিক মননের সরল কিন্তু গভীর ডায়ালগে সুমিষ্ট পরিবেশন। পাঠক বইটি সংগ্রহ করলে বিস্মিত হবে, চমকে যাবে।

তিনি আরও বলেন, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে মেলায় জনস্রোত ছিল। অনেক মানুষ এসেছিল মেলায়, অনেকে পরিবার নিয়ে ঘুরতে বেড়িয়েছে। মেলায় মানুষের প্রচুর ভিড় ছিল। কিন্তু সে তুলনায় বই বিক্রি ছিল বেশ কম। তবে শুক্রবার পাঠকদের ভিড় বাড়বে। পছন্দের বইও কিনবেন পাঠকরা। মেলা মুলত জমতে শুরু করেছে। বাকি দিনগুলোতে মেলায় ঘুরতে আসা মানুষের সংখ্যা কমে যাবে। যারা বই কিনবে তারাই মূলত মেলায় আসবে।