ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৯:৫৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

আমাদের আটকে রাখা হয়েছে: তিশা

বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি শুনানি শেষে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তির অনুমতি দেন আপিল বোর্ডের সদস্যরা। শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির অনুমতি মিললেও এখন পর্যন্ত সেন্সর ছাড়পত্র হাতে পাননি নির্মাতা।

এদিকে ফারুকী যে ঘটনার অনুপ্রেরণায় ‘শনিবার বিকেল’ বানিয়েছেন, ঠিক সেই ঘটনারই চিত্রায়ণ করেছেন একজন বিদেশি চলচ্চিত্রকার। আর একদিন পরই (৩ ফেব্রুয়ারি) ‘ফারাজ’ নামের সেই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। অথচ ‘শনিবার বিকেল’ এখনও দেশের মানুষকে দেখাতে পারছেন না ফারুকী।

তিনি বরাবরই দাবি করে এসেছেন, ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে হবে। সবশেষ সেন্সর বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে ফারুকী বলেন, ‘দেরি না করে চিঠিটা তাড়াতাড়ি পাঠান। আমরা বাংলাদেশকে আর বিব্রতকর অবস্থায় না ফেলি। ওদিকে ফারাজ রিলিজ হচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে শনিবার বিকেল মুক্তির দিকে। ফারাজের সঙ্গে একই দিন বা এক ঘণ্টা আগে হলেও। সুতরাং এটা দ্রুত সমাধান করেন। আমরা হাসিমুখে সিনেমাটা রিলিজ করি।

বিষয়টি নিয়ে  সঙ্গে আলাপকালে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘আরও ১০ দিন আগে আপিল বোর্ড থেকে আমাদের শনিবার বিকেল ছেড়ে দেওয়া হয়েছে। তার ওপর ভিত্তি করেই আমরা প্রস্তুতি নিয়েছি। তবে সেন্সর সার্টিফিকেট পাইনি। সেন্সর সার্টিফিকেট পেলে সঙ্গে সঙ্গেই আমরা সিনেমাটি মুক্তি দেব, এমন প্রস্তুতিই নিয়ে আছি।’


তিনি যোগ করেন, ‘আপনাদের মাধ্যমে সেন্সর বোর্ডকে বলতে চাই, প্লিজ আমাদের সেন্সর সার্টিফিকেটটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। কারণ, দেশের বাইরে আমাদের ভাবমূর্তিটা খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না। সবাই সমালোচনা করছে, খারাপই লাগছে। আমাদের দেশের কনটেন্ট নিয়ে বিদেশের একটি সিনেমা মুক্তি পেয়ে যাচ্ছে! আমরা কিছু করতে পারছি না। আমাদের আটকে রাখা হয়েছে, এটা দৃষ্টিকটু। সেন্সর বোর্ড, প্লিজ আমাদের সিনেমাটি ছেড়ে দেন। আমরা যাতে এটা দেশবাসীকে দেখাতে পারি।’