ঢাকা, শুক্রবার ২২, নভেম্বর ২০২৪ ১০:০৩:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের তিন নারী ফুটবলারকে সংবর্ধনা ডেঙ্গুতে একদিনে নয়জনের প্রাণহানী সেনাকুঞ্জে খালেদা জিয়া, স্বাগত ও ধন্যবাদ জানালেন ড. ইউনূস রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার

ইতালির নতুন প্রধানমন্ত্রী কে এই জর্জিয়া মেলোনি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

জর্জিয়া মেলোনি

জর্জিয়া মেলোনি

ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন ৪৫ বছর বয়সী জর্জিয়া মেলোনি। প্রশ্ন দেখা দিয়েছে, কে এই নারী। দৃঢ় সংকল্প এবং ভারী রোমান উচ্চারণের জন্য পরিচিত মেলোনি। তার আপোষহীন মনোভাব হতাশাগ্রস্ত ইতালীয়দের সাথে একটি ছন্দের ইঙ্গিত করেছে, যারা গত ১১ বছরে সাতটি সরকারের পরে, মেলোনিকে একমাত্র রাজনৈতিক বিকল্প হিসাবে দেখেছে যা অপ্রত্যাশিত।

পর্যবেক্ষকরা বলছেন, প্রধানমন্ত্রী মারিও ড্রাঘির বিদায়ী সরকারকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়ে দৃঢ়ভাবে বিরোধিতায় থাকার তার সিদ্ধান্ত - তার জোট মিত্রদের মধ্যে যেমন উগ্র ডানপন্থী কট্টরপন্থী মাত্তেও সালভিনি এবং সিলভিও বারলুসকোনি, তাকে আরও বেশি জনপ্রিয়তা দিয়েছে।

মেলোনির জনপ্রিয়তার কারণ? মেলোনি এলজিবিটিকিউ বা সমলিঙ্গের অধিকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং অভিবাসীদের ইউরোপে যাত্রা করতে বাধা দেয়ার জন্য আফ্রিকা মহাদেশের নৌ অবরোধের আহ্বান জানিয়েছেন।

এছাড়াও তিনি অভিবাসীদের অর্থায়নের জন্য বামপন্থী রাজনীতিবিদদের সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, ইতালিকে ‘ডেমোগ্রাফিক ইমার্জেন্সি’ মোকাবেলা করেছেন। 

মেলোনি আরও বলেছেন তিনি ইউরোপীয় ইউনিয়নের পক্ষে - তবে ইউরোপ-ব্যাপী আমলাতন্ত্রের ধারণার বিরুদ্ধে, এমন একটি অবস্থান যা ইউরোপীয় ঐক্যকে হুমকির মুখে ফেলতে পারে বলে অনেকেরই আশঙ্কা। 

মুসোলিনি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মেলোনি এক ফরাসি টিভিকে বলেছিলেন, ‘তিনি যা কিছু করেছেন, ইতালির জন্যই করেছেন এবং ৫০ বছর ধরে তার মতো কোনও রাজনীতিবিদ নেই।’

জন্মগতভাবে রোমান ক্যাথলিক মেলোনি বেড়ে উঠেছেন মায়ের সঙ্গে। তারুণ্যের সময় থেকেই তিনি গভীরভাবে, এমনকি প্রতিশ্রুতিবদ্ধ একজন জাতীয় রক্ষণশীল। বেড়ে উঠেছেন রোমের বামপন্থী ঐতিহ্যের শ্রমজীবী পাড়া হিসাবে খ্যাত গারবাটেল্লায়।

১৯৭৭ সালে রোমে জন্ম নেয়া মেলোনি ১৯৯২ সালে ইতালিয়ান সোশ্যাল মুভমেন্টের যুব শাখা ইয়ুথ ফ্রন্টে যোগ দেন। পরে তিনি ন্যাশনাল অ্যালায়েন্সের  ছাত্র আন্দোলন স্টুডেন্ট অ্যাকশনের জাতীয় নেতা মনোনীত হন। তিনি ১৯৯৮ থেকে ২০০২ রোম প্রদেশের কাউন্সিলর ছিলেন।

তারপরে মেলোনি ন্যাশনাল এলায়েন্সের যুব শাখা ইয়ুথ অ্যাকশনের সভাপতি হন। ২০০৮ সালে, তিনি বার্লুসকোনির মন্ত্রিসভায় যুবমন্ত্রী হন। ২০১১ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। পরের বছরই তিনি ফ্রেন্ডস অব ইতালির সহ-প্রতিষ্ঠাতা হিসাবে আবির্ভূত হন। 

আর ২০১৪ সালে তিনি দলটির সভাপতি নির্বাচিত হন। একই বছরে তিনি ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন এবং ২০১৬ সালে রোমের মেয়র নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। ২০১৮ সালে ইতালির সাধারণ নির্বাচনে মেলোনির দল সবচেয়ে বড় বিরোধীদল হিসাবে আবির্ভূত হয়। 

মেলোনির বাবা ছিলেন সার্ডিনিয়া ও এবং তার মা এসেছিলেন সিসিলি থেকে। বাবা একজন কর উপদেষ্টা ছিলেন। মেলোনির বয়স যখন এগারো বছর তখন তিনি পরিবার ছেড়ে ক্যানারি দ্বীপে চলে যান। মেলোনি ইতালির গারবাটেল্লা জেলায় বড় হয়েছেন। 

মেলোনি ইতালির আমেরিগো ভেসপুচি ইন্সটিটিউট থেকে ভাষার ওপর ডিপ্লোমা অর্জন করেন। 

জর্জিয়া মেলোনি ও তার সঙ্গী আন্দ্রে গিয়ামব্রুনোর একটি কন্যা সন্তান রয়েছে। আন্দ্রে পেশায় একজন টিভি সাংবাদিক এবং সিলভিও বার্লুসকোনির মিডিয়াসেট টিভি চ্যানেলের হয়ে কাজ করেন। ফ্যান্টাসি নিয়ে তৈরি সিনেমার একজন তুমুল ভক্ত জর্জিয়া মেলোনি।