ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৭:৫৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

ঈদে প্রেক্ষাগৃহে ছয় সিনেমার লড়াই

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদে সিনেমা মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড়, হলভর্তি দর্শকের হইহুল্লোড়ে যেন আরও দিগুণ হয়ে যায় ঈদের আনন্দ। ইতোমধ্যে ঢালিউডে শুরু হয়ে গেছে ঈদুল আজহার আমেজ। আর এই উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত রয়েছে ছয়টি চলচ্চিত্র।

মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হচ্ছে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘জিম্মি’ ও হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’।

সাড়াদেশে মাল্টিপ্লেক্সসহ ৬০টি সিনেমাহল রয়েছে। ঈদুল আজহার মৌসুমে আরও ৫০ থেকে ৬০টি সিনেমা হল চালু হতে পারে। এই মৌসুমি হলগুলো ২-৩ সপ্তাহ খোলা থাকে। ঈদের চলচ্চিত্রগুলো মুক্তি দেওয়ার জন্য ইতোমধ্যে হল মালিকরা সব প্রস্তুতিও নিয়েছেন। প্রতিটি প্রেক্ষাগৃহের সামনে ঝুলছে সিনেমাগুলোর পোস্টার-ব্যানার।

চয়নিকা চৌধুরীর নির্মিত ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘প্রহেলিকা’-এর মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সিনেমাটির গান ও টিজার দিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন এই অভিনেতা। সিনেমায় তার সঙ্গে পর্দা মাতাবেন চিত্রনায়িকা বুবলী। ‘প্রহেলিকা’-এর মাধ্যমে নতুন এক জুটিকে দেখতে পাবেন দর্শক। সিনেমাটি ২০টির অধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।


ঈদুল আজহায় মুক্তি পাবে চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পাচ্ছে। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। প্রায় ৩০টি হলে মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি।

এবারের ঈদে মুক্তি পাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। নির্মাতা রায়হান রাফির প্রচালনায় প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাই ‘সুড়ঙ্গ’ নিয়ে সাধারণ দর্শকদের একটি আলাদা চাহিদা আছে। এ সিনেমার নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তমা মির্জা। ঈদে দেশে মুক্তির পাশাপাশি পশ্চিমবঙ্গেও মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। তবে প্রথম দিকে অল্পসংখ্যক হল দিয়েই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।

ঈদের সিনেমার মধ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার তিনটি লুক প্রকাশ করে ইতোমধ্যে দর্শকের আগ্রহ তৈরি করেছে। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার ইধিকা পালকে। এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।

ঈদে মুক্তি পেতে যাচ্ছে সৈকত নাসির নির্মিত সিনেমা ‘ক্যাসিনো’। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন নিরব ও বুবলী। চলচ্চিত্রটি নিয়ে দারুণ আশাবাদী বুবলী। তবে সিনেমাটি কয়টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে তা এখনও জানা যায়নি।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘জিম্মি’ সিনেমাটি এই ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা। এতে অভিনয় করেছে মনোয়ার হোসেন ডিপজল ও শিরীন শিলা।