ঢাকা, শুক্রবার ২৮, ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৮:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রোজা শুরুর আগেই বেড়েছে বেশ কিছু পণ্যের দাম গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ১৭ লাশ তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান মধ্যরাতে ভূমিকম্পে ফের কেঁপে উঠলো উত্তরাঞ্চল দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ গ্রহণের আহ্বান

‘উন্নয়ন প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

এডাবের উদ্যোগে ২৯ ডিসেম্বর সকালে রাজধানীর আদাবরে এডাব কেন্দ্রীয় কার্যালয়ে ‘উন্নয়ন প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


দেশের উন্নয়নে এনজিও এবং গণমাধ্যম একই সঙ্গে কাজ করছে। এনজিওদের সহায়তায় সাংবাদিকরা জনগণের কথা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে পারে। স্বাগত বক্তব্যে এডাব চেয়ারপারসন আব্দুল মতিন বলেন, এডাব বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের একমাত্র মুখপাত্র। ৬১ জেলায় এডাবের মোট সদস্য সংখ্যা-৯৯১। এনজিওদের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে সদস্য সংস্থার দক্ষতা বৃদ্ধি, তাদের কর্মকান্ড ও সমস্যা বিভিন্ন উন্নয়ন সহযোগী ও সরকারের কাছে তুলে ধরে। এনজিওরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও তাদের কোনো স্বীকৃতি নেই। প্রকল্প অনুমোদন, তহবিল ছাড়করণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। 

তিনি বলেন, এনজিওদের উন্নয়ন কাজের স্বীকৃতি, উন্নয়ন কার্যক্রম, এনজিওদের কার্যপরিচালনার বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার জন্য পারস্পরিক আলোচনা, পরিকল্পনার মাধ্যমে সাংবাদিকদের একত্রে কাজ করার আহ্বান জানান। 
দেশের উন্নয়নে এনজিওদের কার্যক্রম, সফলতার চিত্র তুলে ধরা, তাদের প্রতিবন্ধকতা দূর করতে এডাব এবং সাংবাদিকরা কোনো কোনো ক্ষেত্রে কাজ করতে পারে। তা চিহ্নিত করার ওপর এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস-চেয়ারপারসন মাজেদা শওকত আলী গুরুত্বারোপ করেন। 

এনজিওরা যেসব ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় সেগুলো উল্লেখ করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খায়রুজ্জামান বলেন, এগুলোর সমাধান না হলে এনজিওরা এদেশের উন্নয়নে ভূমিকা রাখা কঠিন হয়ে পড়বে। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও হিড-বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, দিশা-কুষ্টিয়ার নির্বাহী পরিচালক ও এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য  রবিউল ইসলাম। সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ, দৈনিক ইত্তেফাকের মাহবুব রনি ও রাবেয়া বেবী, ঢাকা পোস্টের পার্থ সারথী দাস, দৈনিক সংবাদ প্রতিদিনের শাপলা রহমান, আওয়ার টাইমের শাহনাজ বেগম পলি, ঢাকা প্রকাশের আব্দুল্লা নুহু, দৈনিক জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী, এসপিএসের নির্বাহী পরিচালক ও সাংবাদিক নরেশ মধু, এডাবের কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক।