ঢাকা, সোমবার ১৩, জানুয়ারি ২০২৫ ১২:৩৩:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল, মৃত বেড়ে ২৪ রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া প্রথম ভারতীয় হিসেবে ইরার অবিশ্বাস্য রেকর্ড

কত টাকা আয় করল রাম চরণ-কিয়ারার ‘গেম চেঞ্জার’?

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১২ জানুয়ারি ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। তার বড় বাজেটের নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এই সিনেমা। তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি। গত ১০ জানুয়ারি বিশ্বের ৬ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। দুই হাজার পঁচিশে এই দুই তারকার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা এটি।

পলিটিক্যাল-ড্রামা ঘরানার সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। মুক্তির পর সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তবে বক্স অফিসে কত টাকা আয় করছে রাম-কিয়ারার আলোচিত এই সিনেমা?

স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দিনে ‘গেম চেঞ্জার’ শুধু ভারতে আয় করেছে ৭২.৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৯ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮০.১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১৩ কোটি ৭০ লাখ টাকার বেশি)। 

বলিমুভিরিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘গেম চেঞ্জার’ দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭৭ কোটি ৬৫ লাখ টাকার বেশি)।  

৪০০-৫০০ কোটি রুপি বাজেট নিয়ে এস. শঙ্কর নির্মাণ করছেন ‘গেম চেঞ্জার’ সিনেমা। এতে পাঁচটি গান ব্যবহার করেছেন নির্মাতারা। এই পাঁচ গানে ব্যয় হয়েছে ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৪ কোটি ৩৮ লাখ টাকার বেশি)।

রাম চরণ-কিয়ারা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ।