ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ২১:৫৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ ৮ দফা অস্ত্রোপচারের পর ঘরে ফিরেছে জোড়া শিশু নুহা-নাভা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে ওমরাহ পালনের পর তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

কারাভোগের পর ফের মাদক কারবারে তরুণী, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী মাদক কারবারিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২। তিনি আগে মাদক মামলায় ১৬ মাস জেল খাটেন।

মঙ্গবার (১৮ এপ্রিল) রাতে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, ২০১৯ সালের ১৭ আগস্ট  ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানায় দায়ের করা মাদক মামলার আসামি সাথী আক্তার (২৪)। সেই সময় তার বিরুদ্ধে ৫০০০ পিচ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে নিজের কাছে রাখার অপরাধে ওই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) এর ১০(গ) এ মামলা হয়। সাথী আক্তার ওই মামলায় ১৬ মাস জেল খাটার পর ২০২০ সালে শেষের দিকে জামিনে বের হন। পরে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। ওই মাদক মামলার অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণসহ দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিশেষ দায়রা জজ ও বিচারক (জেলা ও দায়রা জজ) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২, ঢাকা ২০২২ সালের ২৮ এপ্রিল আসামি সাথী আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

ফজলুল হক জানান, এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাকার হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাথী আক্তারকে গ্রেফতার করে।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক চক্রের সক্রিয় নারী সদস্য। তার বিরুদ্ধে একটি অপহরণ মামলাও রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে সীমান্তবর্তী জেলা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা রাজধানীর ঢাকায় নিয়ে এসে তার অন্যান্য সংঘবদ্ধ সহযোগীদের কাছে সরবরাহের মাধ্যমে মাদক ব্যবসা করে আসছিলেন। আসামিকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।