ঢাকা, শনিবার ০১, ফেব্রুয়ারি ২০২৫ ২২:০১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পর্দা উঠল অমর একুশে বইমেলার আজ থেকে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব রাজধানীতে ‘মাদকাসক্ত’ মায়ের হাতে শিশু খুন আজ বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা পঞ্চগড়ে টানা ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

কুমিল্লায় ১০ লাখ শিশুকে ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১৪ জুন ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আগামী রোববার (১৮ জুন) দিনব্যাপী চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। এবারে কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলা ও সিটি করপোরেশনের ৪ হাজার ৫শ’ ৩২টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ১৬ হাজার ৫০০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৫১ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ৯ হাজার ৮শ’ ৬৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই চক্রটি এসব করে থাকে। আর এধরণের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না। 

তিনি আরোও বলেন, গত ২০ ফেব্রুয়ারি যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে তা ৯৯ ভাগ সফল হয়েছে। আমরা আশা করছি আসন্ন ক্যাম্পেইনটিও সফল হবে। এজন্য সকল অভিভাবক এবং সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।