ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ২:৩২:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ, আইনজীবী নিহত ডেঙ্গু আক্রান্ত ১০ জনের প্রাণহানী কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী

কেমন আছেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ফুসফুস জটিলতায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন গত বছরের ১৪ আগস্ট। প্রায় আড়াই মাস চিকিৎসাধীন থাকাকালে কিছুদিন ছিলেন আইসিইউতেও। পরে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত তিন মাস সেখানে চিকিৎসাধীন ৭৮ বয়সী এই রাজনীতিবিদ। জাতীয় পার্টির রওশন অনুসারী নেতা-কর্মীরা বলছেন, পার্টির পক্ষ থেকে সঠিকভাবে তার খোঁজ-খবর নেওয়া হচ্ছে না। আর জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, বেগম রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ তাদের সঙ্গে কোনো যোগাযোগই করেন না। ফোন করলেও রিসিভ করেন না।

জানতে চাইলে এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনর রশীদ বলেন, ব্যাংককে অবস্থানরত সাদ এরশাদের সঙ্গে তিনি প্রায়ই যোগাযোগ করেন। সাদের বরাতে কাজী মামুন বলেন, রওশন এরশাদ আগের চেয়ে কিছুটা ভালো আছেন।

তাছাড়া একজন মানুষ টানা প্রায় ছয় মাস হাসপাতালে থাকলে তার অবস্থা কেমন হতে পারে তা সবাই অনুমান করতে পারেন। তিনি বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে যদি বেগম রওশন এরশাদের খোঁজখবর না নিয়ে থাকে তাহলে তা দুঃখজনক। কাজী মামুন বেগম রওশন এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। জানা গেছে, রওশন এরশাদের শারীরিক অবস্থা ভালো নয়। দিন দিন তার শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিচ্ছে। এ জন্য অধিকাংশ সময় তাকে আইসিইউতে থাকতে হচ্ছে। মাঝে মধ্যে আইসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হলেও এক-দুই দিনের বিরতিতে শারীরিক অবস্থার অবনতি ঘটছে। তখন আবার তাকে আইসিইউতে নিতে হচ্ছে। জাতীয় পার্টির রওশন অনুসারী নেতা-কর্মী বলছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটি নিয়মিত ব্রিফিং করলেও রওশন এরশাদের শারীরিক অবস্থা নিয়ে শীর্ষ নেতারা অনেকটাই উদাসীন। আলাদা করে দোয়া মাহফিল দূরে থাক করোনায় আক্রান্ত পার্টির শীর্ষ নেতাদের জন্য অনুষ্ঠিত দোয়া মাহফিলেও রওশন এরশাদের জন্য কিছু বলা হয় না। ব্যানারে থাকে না রওশন এরশাদের ছবিটি। তারা বলেন, পার্টির দুর্দিনে রওশন এরশাদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। প্রয়াত এরশাদ যখন অন্তরিন ছিলেন তখন রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ছিল। ভাঙন ধরেনি দলে। ১৯৯১ এবং ’৯৬ সালের নির্বাচনেও আমরা ভালো রেজাল্ট করেছিলাম। উনি দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, রওশন এরশাদকে আমাদের যে মূল্যায়ন করা উচিত ছিল তা করতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা কেউ তার খোঁজ জানি না বা পার্টির কেউ খোঁজ রাখার চেষ্টাও করে না।