ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ১২:৪৩:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বাড়ছে দাম ঢাকায় জিকা ভাইরাস শনাক্ত খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে যে তথ্য জানা গেল টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ, আইনজীবী নিহত ডেঙ্গু আক্রান্ত ১০ জনের প্রাণহানী

কোরবানির বর্জ্য অপসারণে সময় বেঁধে দিলেন দুই মেয়র

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঈদের দিন বেলা ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু করতে কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বোর্ড সভায় তিনি এ নির্দেশনা দেন। অন্যদিকে  আট ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

পশুর হাটের বর্জ্য সীমিত পরিসরে ঈদের দিন রাত থেকে অপসারণ শুরু করার দিকনির্দেশনা দিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘যেসব মহল্লায় ও এলাকায় পশুর হাট রয়েছে, সেসব পশুর হাট থেকে ঈদের রাতে ১২টার আগে থেকে আমরা বর্জ্য অপসারণ শুরু করতে চাই।

তিনি আরও বলেন, রাত ১১টা, ১২টা থেকে হাটের পরিধি কমতে শুরু করে। পশু কমতে শুরু করে। সেক্ষেত্রে অগ্রিম যদি আমরা কিছু বাঁশ খুলে, কিছু জায়গা কমিয়ে ফেলতে পারি তাহলে পরবর্তী কাজটা আমাদের আরো সুবিধা হবে। না হলে একদিকে হাটের বর্জ্য আবার অন্যদিকে পশুর বর্জ্য, দুটি অপসারণ কার্যক্রম করতে হিমশিম খেতে হয়। সেজন্য আগে রাত হতেই হাটের বর্জ্য অপসারণ শুরু করব, কমিয়ে ফেলব। তাহলে আমরা সুন্দরভাবে পরিষ্কার কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারব। ঢাকাবাসীকে দ্রুত একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব। 

এ সময় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস কোরবানির স্থান ও বাসাবাড়ি থেকে সকল পশুর বর্জ্য সন্ধ্যা ৬টার মধ্যে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে নিয়ে যেতে কাউন্সিলরদের জোর তদারকিরও নির্দেশ দেন।