ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৪:০২:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

তিন বছর ছেলের ফ্রিজে মায়ের লাশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৪৯ এএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

কলকাতায় প্রায় তিন বছর ধরে ফ্রিজে মৃত মায়ের দেহ সংরক্ষণ করেছে এক ছেলে৷ দেহে যাতে পচন না ধরে তার জন্য ব্যবহার করা হতো রাসায়নিক দ্রব্য৷

 

শহরের বেহালায় জেমস লং সরণীতে এ ঘটনা ঘটে৷ ২৫ নম্বর জেমস লং সরণীতে মৃত মাকে সংরক্ষণ করে রেখেছিল লেদার টেকনোলজির ছাত্র শুভব্রত মজুমদার৷ বাড়িতে ছেলের সঙ্গে থাকেন বাবা গোপাল মজুমদারও৷ বৃদ্ধ বাবাকে বলা হয়েছিল মা বেঁচে উঠবেন৷ তাই দেহ রাখা হয়েছে৷

 

পুলিশের অনুমান প্রায় ৩ বছর ধরে শুভব্রতের টার্গেট ছিল মায়ের পেনশন৷ মৃত মায়ের টিপসই দিয়ে পেনশন তুলতেন শুভব্রত৷ জীবিতকালে ৫০ হাজার টাকা পেনশন পেতেন মা৷ পেনশন ফর্ম দিয়ে টাকা তোলা হত৷ জমা দেওয়া হত লাইফ সার্টিফিকেটও৷ তবে এই তিন বছরে ব্যাঙ্কের তরফ থেকে পরিদর্শনে কেন কোনও লোক আসেননি, তা নিয়ে উঠছে প্রশ্ন৷



তদন্তে জানা গিয়েছে ২০১৫ সালের ৭ এপ্রিল শুভব্রতর মায়ের মৃত্যু হয়৷ জেরায় শুভব্রত জানিয়েছে মায়ের প্রতি ভালোবাসা থেকেই দেহ সংরক্ষণ করেছে সে৷ তবে বিষয়টি মিথ্যা বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা তাদের অনুমান মায়ের পেনশনের টাকা পেতেই এ কীর্তি করেছে সে৷

 

ঘটনাস্থলে পৌঁছেছেন হোমিসাইড শাখার গোয়েন্দারা৷ উদ্ধার হয়েছে দেহ সংরক্ষণের রাসায়নিক৷ দেহের ময়াতদন্ত করা হবে বলে জানা গিয়েছে৷ শুভব্রত লেদার টেকনোলজি নিয়ে পড়াশুনা করছে৷ ফলে দেহ সংরক্ষণের কৌশল জানে শুভব্রত৷

 

দেহে যাতে পচন না ধরে তার জন্য বের করে নেওয়া হয় ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, যকৃৎ, পাকস্থলী৷ এরপর ফ্রিজারে দেহটিকে ঢুকিয়ে দেওয়া হয়৷ এভাবেই চলছিল প্রায় দুবছর ধরে৷ কোনও গন্ধ না পাওয়ায় প্রতিবেশীদেরও সন্দেহ হয়নি বলে মনে করছে পুলিশ৷

 

সূত্র : ভারতিয় পত্রিকা অবলম্বনে