ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২১:৪২:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪ তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

খালেদার মুক্তির দাবিতে বিএনপি‘র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:২৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিএনপির নেতা-কর্মীরা।

 

আজ সোমবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন শুরু হয়।

 

ব্যানার পোস্টার প্লেকার্ড নিয়ে কয়েক হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাদের স্লোগান দিতে দেখা গেছে।

 

মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।



মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উচ্চ আদালত থেকে খালেদা জিয়া জামিন পেয়েছেন। মুক্তি তার প্রাপ্য। এটা করুণা বা দয়া ভিক্ষা নয়। অবিলম্বে তার মুক্তি দিন। না হলে আন্দোলনের মাধ্যমেই নেত্রীকে মুক্ত করা হবে।

 

তিনি বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবি এদেশের জনগণের। গ্রহণযোগ্য নির্বাচন না দিলে এ দেশের জনগণ তা মানবে না। জাতীয় ঐক্য গড়ে তোলে তা প্রতিহত করা হবে।

 

কর্মসূচির কারণে প্রেস ক্লাবের সামনের সড়কের এক পাশে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ অন্য পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

 

এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সাঁজোয়া যান ও জল কামানের গাড়িকেও কাছাকাছি অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।