ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১:৩১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪ তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১৭ পিএম, ৭ মে ২০১৮ সোমবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে আগামীকাল সোমবার ঢাকাসহ সারা দেশে সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রিজভী বলেন, আমরা আগামীকাল খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে সমাবেশ করব। ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে দুপুর ২টায়। এ বিষয়ে আমরা পুলিশকে অবহিত করেছি। এ ছাড়া সিটি করপোরেশনকেও জানানো হয়েছে। তারা বলেছে, পুলিশ অনুমতি দিলে তাদের আপত্তি নেই।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বারবার বলছি, কারাবন্দি খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। তাই ইউনাইটেড হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হোক তার। কিন্তু সরকার তার চিকিৎসা নিয়ে রহস্যজনক আচরণ করছে।

বিএনপির এই নেতা বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দি করে রেখে সরকারপ্রধান নিষ্ঠুর উল্লাসে মেতে উঠেছে। দেশনেত্রী খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিন পেলেও সরকারপ্রধানের নির্দেশে তার জামিন আটকে রাখা হয়েছে।

 

রিজভী বলেন, এমনকি কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাঁকে তাঁর পছন্দ অনুযায়ী চিকিৎসকদের দ্বারা চিকিৎসা না দেওয়ায় সরকারপ্রধানের ষড়যন্ত্র, চক্রান্ত এখন সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে।

 

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘পাহাড়ে আওয়ামী লীগের লালিত সন্ত্রাসীরাই রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে। আওয়ামী লীগ দেশব্যাপী নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত। পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দিয়ে আওয়ামী লীগ গোটা পাহাড়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে। 

 

দুই সিটি নির্বাচনের বিষয়ে রিজভী বলেন, দুই সিটিতে আওয়ামী লীগের কর্মীদের হাতে বৈধ ও অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধারের আইনগতভাবে বাধ্যবাধকতা থাকলেও ইসি (নির্বাচন) তা করতে ব্যর্থ হয়েছে। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ, মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু।