ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১০:৪৩:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে ওয়ানডেতে বড় জয় টাইগ্রেসদের জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বাড়ছে দাম ঢাকায় জিকা ভাইরাস শনাক্ত খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে যে তথ্য জানা গেল টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা

খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন। ফাইলে স্বাক্ষর করে পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের স্বরাষ্ট্র সচিবও স্বাক্ষর করেছেন। এটি এখন আইজি প্রিজনের কাছে যাবে। আইজি প্রিজন বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন। তারপরই মুক্তি পাবেন তিনি।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

শর্ত ভঙ্গ করলে দণ্ড স্থগিতের আদেশ বাতিল হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা বলার অপেক্ষা রাখে না।

তিনি বলেন, খালেদা জিয়ার ছোট ভাই এবং বোনের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি শর্তে বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জন্য তার সাজা স্থগিত করেছেন বলেও জানান তিনি।

-জেডসি