ঢাকা, শনিবার ১৬, নভেম্বর ২০২৪ ১৮:৩৮:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মহাকাশচারীদের নিয়ে উপন্যাস ‘অরবিটাল’ লিখে বুকার জিতলেন হার্ভে জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা দিনাজপুরে তাপমাত্রা ১৬ দশমিক ৮, বাড়ছে শীতের প্রকোপ আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ শিশুর মৃত্যু ডাকাতির সময় নিয়ে যাওয়া শিশু মোহাম্মদপুর থেকে উদ্ধার

গরমে এবারের ঈদের সাজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলছে ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে কেনাকাটা। কিন্তু ঈদের পোশাক এবং সাজটা কেমন হবে তা নিয়ে চলছে চিন্তা ভাবনা। সময়টা যেহেতু ভাপসা গরমের, তাই সাজগোজ এবং পোশাক বাছাই করতে হবে একটু ভেবে চিন্তে। প্রচন্ড এই গরমে কোন পোশাক হবে আরামদায়ক এবং কিভাবে সাজলে মেকআপ সারাদিন ঠিক থাকবে আসুন তা জেনে নেই-

• পোশাক নির্বাচনের ক্ষেত্রে এবার হালকা কাজ করা পোশাক কে প্রাধান্য দিন। ভারী কাজ করা জামা এড়িয়ে চলুন।

• জামা কেনার ক্ষেত্রে সুতি, লিলেন কমফোর্টেবল কাপড় বেঁছে নিন। এতে করে ঈদের সারাদিন আপনি অনেক আরাম পাবেন।

• অনেকে ঈদে শাড়ি পরতে পছন্দ করে। সেক্ষেত্রে গরমে স্বস্তি পেতে হালকা রঙের শাড়ি যেমন সুতির ব্লক, টাঙ্গাইলের শাড়ি, অ্যাপ্লিকের শাড়ি, ছাপা শাড়ি, ব্লক-বাটিকের সুতি ট্রেন্ডি শাড়ি অথবা পাতলা সাটিন বা জর্জেটের শাড়িও পরতে পারেন।

• সাদা, আকাশি, গোলাপি,নীল, হালকা বেগুনি, লেমন এসব রঙের পোশাকই গরমের জন্য হয়ে থাকে বেশ আরামদায়ক। তাই পোশাক কেনার সময় এসব রঙকে প্রধান্য দিন।

• সাজুগুজু না করলে পুরো ঈদটাই ফিকে মনে হয়। তাই এবার ঈদের সিম্পল লুক করার চেষ্টা করুন। মেকআপ করার আগে প্রথমেই মুখ ভালো একটি ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে নিবেন। এরপর মুখে এক টুকরো বরফ ঘষে নিন। এতে করে ত্বক ঠান্ডা হবে এবং ঘেমে মেকআপ নষ্ট হবে না।

• মেকআপ করার আগে ওয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন। এতে করে মেকআপ ভালোভাবে ত্বকে বসবে।

• যেহেতু বাইরে বের হবেন সেহেতু সানস্ক্রিন ব্যবহার করতে একদমই ভুলবেন না।

• ফুল কাভারেজ মেকআপের ক্ষেত্রে অবশ্যই প্রাইমার আগে ব্যবহার করে নিতে হবে। আপনার যদি তৈলাক্ত ত্বক হয় তাহলে ম্যাট প্রাইমার ব্যবহার করবেন।

• প্রাইমার ব্যবহারের পর আপনার ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করুন। ফাউন্ডেশন নির্বাচনের ক্ষেত্রে ত্বকের রঙের চেয়ে এক শেড উজ্জ্বল রং বেছে নিতে হয়। তবে অতিরিক্ত সাদা ফাউন্ডেশন ব্যবহার করবেন না।

• মেকআপটা যেহেতু হালকা হবে সেহেতু গাঢ় রঙের লিপস্টিক সুন্দর মানাবে। তাই মেরুন, গোলাপি, ওয়াইন, লাল কিংবা জামার সাথে মিলিয়ে পছন্দের যেকোনো শেডের লিপস্টিক পরতে পারেন।

• সবসময় ভালো মানের মেকআপ কেনার চেষ্টা করবেন। ফাউন্ডেশন, আইলাইনার, কাজল, আইশ্যাডো, কন্সিলর, মাশকারা, লিপস্টিক সবকিছু্ই ওয়াটারপ্রুফ কিনবেন। এতে করে মেকআপ দীর্ঘস্থায়িভাবে ত্বকে বসে থাকবে।

• মেকআপের পর একটি ম্যাট সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করে নিবেন। এতে করে মেকআপ গরমে নষ্ট হবেনা।

• গরম থেকে বাঁচতে চুল বেঁধে রাখুন। খোঁপা, বেনি, পনিটেইল করে স্টাইলিশভাবে বেঁধে নিতে পারেন চুল। সাথে গেঁথে নিতে পারেন পোশাকের সাথে মানানসই একটি ফুল। এতে অনেক বেশি সুন্দর ও সতেজ লাগবে।