গর্ভপাতের অধিকার নিয়ে ট্রাম্পের ‘উল্টো দিকে’ মেলানিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
মেলানিয়া ট্রাম্প নিজের স্মৃতিকথায় গর্ভপাতের অধিকারের পক্ষে জোরাল সমর্থন জানিয়েছেন। বুধবার প্রকাশিত গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের স্মৃতিকথা ‘মেলানিয়া’ আগামী মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা রয়েছে।
তবে গার্ডিয়ান দাবি করেছে, প্রকাশের আগেই তারা মেলানিয়ার স্মৃতিকথার একটি কপি দেখার সুযোগ পেয়েছে।
সেখানে মেলানিয়া লিখেছেন, ‘নারীরা সন্তান নেবেন কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের থাকতে হবে। নিজেদের বিশ্বাসের ওপর ভিত্তি করে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা চাপমুক্ত থেকে তাদের এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চিত করা অপরিহার্য।’
গার্ডিয়ান লিখেছে, গর্ভপাত নিয়ে তার (মেলানিয়ার) মন্তব্য ট্রাম্পের অবস্থান থেকে ভিন্ন। গর্ভপাতের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে কিনা, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোকে স্বাধীনভাবে নিতে দেওয়া উচিত বলে মনে করেন ট্রাম্প।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে গর্ভপাতের অধিকার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। নির্বাচনি সমাবেশগুলোয় ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস গর্ভপাতের অধিকার নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলছেন। তারা এ বিষয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন।
জনমত জরিপে দেখা যাচ্ছে, গর্ভপাত ইস্যুতে ভোটারদের কাছে ট্রাম্পের চেয়ে কমলা উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মেলানিয়া আরও লিখেছেন- ‘নিজের শরীর নিয়ে একজন নারী কী করবেন, তা নির্ধারণ করার ক্ষমতা নারী নিজে ছাড়া অন্য কারও কেন থাকবে? একজন নারীর ব্যক্তিগত স্বাধীনতা তার মৌলিক অধিকার। এই অধিকার তার নিজের জীবনের জন্য এবং যদি তিনি স্বেচ্ছায় চান, তবে গর্ভপাতের বিষয়ে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে।’
তিনি আরও লেখেন, ‘একজন নারী তার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটার ওপর বিধিনিষেধ আরোপ আর নিজের শরীরের ওপর তার নিয়ন্ত্রণ অস্বীকার করা একই কথা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে বাকি জীবন আমি এই বিশ্বাস সঙ্গে নিয়েই চলেছি।’
২০২২ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট থেকে এক রায়ে দেশজুড়ে নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প প্রায়ই তার নির্বাচনি প্রচারণার সময় বড়াই করে বলে থাকেন, সুপ্রিম কোর্টে তার বেছে নেওয়া তিনজন বিচারপতির গর্ভপাত নিয়ে এ সিদ্ধান্তে পৌঁছানোর পথ সুপ্রশস্ত করেছেন।
যুক্তরাষ্ট্রে অন্তত ২০টি অঙ্গরাজ্যে গর্ভপাত হয় নিষিদ্ধ বা নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে জর্জিয়ায় গর্ভধারণের ছয় সপ্তাহ পর প্রায় সব ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ।
সূত্র: এএফপি
- সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
- ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল
- ৫৭ বয়সেও মাধুরী দীক্ষিত যেন পঁচিশের তরুণী!
- জেনে নিন ভাপা পিঠার সহজ রেসিপি
- প্রথমবার দুঃসাহসিক অভিযানে ইহুদি মেয়েরা
- রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি
- রাজাপুরের বধ্যভূমি আজো অরক্ষিত
- বিশ্বের সবচেয়ে খাটো দম্পতির গিনেস রেকর্ড
- সাগরে আরেকটি লঘুচাপ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- সম্পদের হিসাব জমা না দিলে শাস্তি হতে পারে সরকারি চাকরিজীবীদের
- ‘নারীরা লড়াই করেছেন সমানতালে, এখন কেন আড়ালে’
- ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
- সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রথম স্বামী নিহত
- এক ইলিশের দাম ৬ হাজার টাকা!
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- ড.ইউনুসকে তসলিমা নাসরিনের খোলা চিঠি
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- স্নাতক পাসে চাকরি দেবে আড়ং
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- ‘রিমান্ড’-এ মম
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা