ঢাকা, মঙ্গলবার ০৮, এপ্রিল ২০২৫ ৪:৪৬:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি অনিশ্চয়তায় ৩৬৮ হজযাত্রী মানিকগঞ্জে কার্টনে মোড়ানো লা*শের পরিচয় মিলেছে রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ১ গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘট

গাইবান্ধায় মাঠজুড়ে নজর কাড়ছে হলুদ ক্ষেতে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১১ নভেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত ধাপেরহাট ইউনিয়ন। এখানে নানান ধরনের কৃষিপণ্যের উৎপাদন হয়ে থাকে। এরই মধ্যে কৃষকরা ঝুঁকছেন হলুদ চাষে। ইতোমধ্যে এই ফসল চাষে তারা সফলতা পেয়েছেন। 

সম্প্রতি জেলার ধাপেটরহাট ইউনিয়নের দিগন্তজোড়া মাঠজুড়ে নজর কাড়ছে হলুদ ক্ষেতের গাঢ় সবুজের দৃশ্য। লাভজনক এই ফসল ঘরে তোলার স্বপ্নে এখন পরিচর্যায় ব্যস্ত আছেন কৃষকরা।  

কথা হয় - কৃষক নজরুল ইসলাম, আনার আলী ও নেজাম উদ্দিনে সঙ্গে। তারা জানান, এখানকার মাটি লাল। অন্যান্য কৃষি এলাকা থেকে এ মাটির গুণাগুণ ভিন্ন। উর্বরা শক্তি বেশি থাকায় এবং বন্যামুক্ত হওয়ায় এই এলাকায় ব্যাপক শাক-সবজি উৎপাদনের পাশাপাশি হলুদই এখাকার প্রধান অর্থকরী ফসল। লাভ বেশি থাকায় এখানকার বেশিরভাগ কৃষক হলুদ আবাদ করেন।  

হলুদ চাষ সম্পর্কে উত্তরপাড়ার কৃষক শাহজাহান আলী বলেন, সাধারণত বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে সারিবদ্ধভাবে হলুদ বীজ রোপণ করা হয়। এর প্রায় আট মাস পর ফসল ঘরে তোলা হয়। এতে বিঘায় প্রায় ৭০ থেকে ৮০ মণ হলুদ উৎপাদন হয়ে থাকে। যাতে খরচ হয় ১৬ হাজার টাকা। বাজারে দাম ভালো থাকলে বিঘায় প্রায় ২৫ হাজার টাকা লাভ থাকে।