ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ১৭:৩২:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত ১৭ ডিসেম্বরের মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে: ড. ইউনূস শীতে কাঁপছে চুয়াডাঙ্গা ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে হেভিওয়েট ১৩ আসামিকে

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারী পার্কে জেব্রা শাবকের জন্ম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারী পার্কে জেব্রা শাবকের জন্ম

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারী পার্কে জেব্রা শাবকের জন্ম

গাজীপুর জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে জেব্রা পরিবারে এক শাবকের জন্ম হয়েছে। জন্মের কিছু সময় পর থেকেই মা জেব্রা ও সদ্য জন্ম নেওয়া শাবকটিকে নিয়ে বেষ্টনীতে বিচরণ করতে দেখা গেছে। নতুন শাবকের আগমনে জেব্রা পরিবার ছাড়াও পার্ক কর্তৃপক্ষ খুশি।

শনিবার বিষয়টি জানান, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।

পার্কের বন্য প্রািণ পরিদর্শক সারোয়ার হোসেন জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ আছে। মা জেব্রাসহ শাবকটি অন্যান্য জেব্রার সাথে বেষ্টনীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি দেওয়া হচ্ছে। নিরাপত্তা বিবেচনায় শাবকটি পুরুষ না মাদি তা এখনও জানা যায়নি। সদ্য জন্ম নেওয়া শাবকসহ পার্কটিতে বর্তমানে ২৫টি জেব্রা রয়েছে।

সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, করোনাকালে ৭টিসহ গত এক বছরে ৮টি জেব্রা বাচ্চা প্রসব করেছে। এছাড়াও করোনাকালে হরিণ পরিবারে ১২টি, শাম্বার পরিবারে ২টি, কমন ইলান পরিবারে ২টি বাচ্চাসহ কচ্চপ, মূয়র, উটপাখিসহ নানা পশু-পাখির ডেরায় আশাতীত বাচ্চা জন্ম নিয়েছে। ধীরে ধীরে সাফারী পার্কটি প্রাণি জন্মের মধ্য দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় একসময় বিদেশ থেকে প্রাণি আমদানির উপর নির্ভরতা কমে আসবে।