ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১১:৪৬:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

গুগল ক্রোমে আবার নিরাপত্তা ঝুঁকি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

নতুন করে ব্রাউজারটিতে ২৭টি নিরাপত্তা-দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ৮টি ব্যবহারকারীদের জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারে। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ হামলার আশঙ্কায় রয়েছেন বলে জানিয়েছে গুগল।

এক মাসের মধ্যেই আবারও নিরাপত্তাত্রুটির দেখা মিলেছে ক্রোম ব্রাউজারে। এ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে।

তাই সতর্ক না হলে যে কোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। এক ব্লগ বার্তায় এ বিষয়ে ব্যবহারকারীদের সতর্কও করেছে গুগল।

এ নিরাপত্তাত্রুটি এতই ভয়ংকর যে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এরই মধ্যে দেশটির নাগরিকদের ক্রোম ব্রাউজার ব্যবহারে সতর্ক করেছে।

সার্চ ইঞ্জিন গুগল বলছে, অ্যাক্সেসিবিলিটির জন্য বিনামূল্যে সস্তা সাইটগুলো ব্যবহারের ফলে ব্যবহারকারীরা বাগের সম্মুখীন হচ্ছে বারবার।

এই মাসের শুরুতেই, গুগল উইন্ডোজ , ম্যাকওএস এবং লিনাক্স ব্যবহারকারীদের জন্য ক্রোম ৯৮ প্রকাশের ঘোষণা দিয়েছে। এই আপডেটে মোট ২৭টি নিরাপত্তা সংশোধন করা হয়েছে বলে দাবি কোম্পানিটির।


শেষ প্রকাশের ঘোষণা করার সময়, তবে সংস্থাটি বলছে, বাগ ও লিঙ্কগুলোতে অ্যাকসেস সীমাবদ্ধ রাখা যেতে পারে যতক্ষণ না ব্যবহারকারী তাদের সিস্টেমে ক্রোম ব্রাউজার আপডেট না করে।

সূত্র: এনডিটিভি গ্যাজেট