ঢাকা, বুধবার ০৮, জানুয়ারি ২০২৫ ৮:২৭:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৫৩ নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ খালেদা জিয়ার লন্ডনযাত্রা: সড়কে জনদুর্ভোগ এড়াতে নির্দেশনা মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

চলে গেলেন ভাষা সৈনিক মরিয়ম বেগম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার

ভাষা সৈনিক মরিয়ম বেগম

ভাষা সৈনিক মরিয়ম বেগম

বাংলাদেশ মহিলা পূর্ণবাসন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ঠ রাজনীতিবিদ মরিয়ম বেগম (১০১) মারা গেছেন।বার্ধক্যজনিত কারণে তিনি শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি একাধারে ছিলেন একজন নারী উদ্যেক্তা, সমাজসেবিকা ও সংসদ সদস্য।

দেশের প্রথম নারী উদ্যেক্তাদের একজন হিসেবে মরিয়ম বেগম ১৯৫৩ সালে রূপায়ন প্রতিষ্ঠা করেন। একাত্তর পরবর্তী বীরঙ্গনাদের অধিকার আদায়ে বাংলাদেশ মহিলা পুর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠায় তার অগ্রগামী ভূমিকা ছিল। সামাজিক ন্যায় বিচার ও নারী অধিকার প্রতিষ্ঠায় তার কন্ঠ সবসময় বলিষ্ঠ ছিল। ১৯২৩ সালে তিনি ফরিদপুরের বিশিষ্ট মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বাহাদুর মোহাম্মদ ইসমাইল ও মা ছিলেন কাওকাবুন্নেছা বেগম।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ৩ জানুয়ারী ২০২৫ শুক্রবার ঢাকার উত্তরার মসজিদ আল মাগফিরাহ-এ মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। ৫ জানুয়ারি ২০২৫ রবিবার গুলশান সোসাইটি জামে মসজিদে বাদ আসরের পর দোয়া অনুষ্ঠিত হবে।