ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ১২:৩৬:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিসেম্বরের মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে: ড. ইউনূস শীতে কাঁপছে চুয়াডাঙ্গা ঘন কুয়াশায় শাহজালালের ফ্লাইট নামবে চট্টগ্রাম ও সিলেটে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে হেভিওয়েট ১৩ আসামিকে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

চুল খুশকি মুক্ত রাখতে যা করবেন  

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

শীত হোক আর গ্রীষ্ম যেকোন মৌসুমেই চুলে দেখা দিতে পারে খুশকির প্রকোপ। তবে চুলের রুক্ষতার পাশাপাশি শীতেই বেশি দেখা দেয় খুশকির ঝামেলা। খুশকি মূলত একধরণের রোগ।এই রোগ লিঙ্গভেদে নয়, হতে পারে স্ত্রী বা পুরুষ যে কারোরই। আর এটা রোগ বলেই এর যথাযথ চিকিৎসা প্রয়োজন। খুশকি শরীরের যে কোন জায়গাতে হতে পারে। তবে মাথার ত্বক খুশকি আক্রান্ত হয় সবচেয়ে বেশি। 

সাধারণত মাথার ত্বকে জীবাণুর সংক্রমণ বেশি হলে খুশক হয়। মাথার তেলগ্রন্থি থেকে ত্বকের তৈলাক্ত উপাদান বেশি পরিমাণে নিঃসৃত হলে খুশকি হতে পারে। অনেকে জেনেটিক কারণে খুশকির ঝুঁকিতে থাকেন। খুশকি হলে চুল পড়ে যাওয়ার পাশাপাশি মাথায় প্রচন্ড চুলকানি দেখা দেয়।

এই অস্বস্তিকর অবস্থা দূর করে চুলকে খুশকি মুক্ত রাখতে করণীয় :

ময়লা চুলে খুশকি বেশি হয়। এজন্য খুশকিমুক্ত থাকতে গেলে চুলকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ভেজা অবস্থাতে চুল কোনভাবেই বেঁধে রাখা যাবে না।

চুলের খুশকি নিয়ন্ত্রণের জন্য পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসেও। প্রচুর পরিমাণে শাকসবজি খেলে মাথার ত্বক ভালো থাকে। এছাড়া চর্বিজাতীয় খাবারও খুশকি রোধে সহায়তা করে।

খুশকি বেশি হলে প্রতিদিন চুলে পরিমিত পরিমাণে এন্টি ড্যানড্রপ শ্যাম্পু ব্যবহার করতে হবে।

পানিতে তেঁতুল গুলিয়ে নিয়ে তেঁতুলের গোলা চুলের গোড়ায় ভালো করে লাগাগে হবে। তারপর  ১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত দুদিন তেঁতুল গোলা পানি মাথায় দিলে খুশকি দূর হওয়ার পাশাপাশি মাথার চুলকানিও কমে যাবে।
 
খুশকি দূর করার আরেকটি কার্যকরী উপাদান টকদই। ৬ টেবিল চামচ ফেটানো টকদই এর সাথে  ১ টেবিল চামচ মেহেদি বাটা ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করতে হবে।শেষে চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি সপ্তাহে একদিন ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যাবে।
 
৪ টেবিল চামচ টকদই ও একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে এতে ১ টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়ে মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগিয়ে ২০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলতে হবে। এই মিশ্রণটিও সপ্তাহে অন্তত ১ বার ব্যবহার করলে চুল থাকবে খুশকি মুক্ত। 

মেথিও চুলের জন্য খুবই উপকারী। গরম নারকেল তেলের সাথে মেথি গুঁড়া মিশিয়ে মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেললে চুল থেকে খুশকি দূর হবে। এই মিশ্রণটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করা যেতে পারে।

এছাড়া খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল ব্যবহার করা যেতে পারে। এই তেল চুলের গোঁড়ার ত্বকে ম্যাসাজ করে সারারাত চুলে রেখে সকালে শ্যাম্পু করে ফেলতে হবে। এই তেল যে কোন ফার্মেসী বা সুপারশপে পাওয়া যাবে।

তবে খুশকির পরিমাণ অত্যধিক হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানোই ভালো।

তথ্যসূত্র: ইন্টারনেট