ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ২১:৩৭:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ ৮ দফা অস্ত্রোপচারের পর ঘরে ফিরেছে জোড়া শিশু নুহা-নাভা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে ওমরাহ পালনের পর তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

জনগণের আস্থা সমুন্নত রাখুন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রতি আস্থা ও বিশ্বাস সমুন্নত রাখতে জনগণের আশা-আকাংখা পূরনের জন্য কাজ করে যেতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণ জানে, আওয়ামী লীগ যখনি ক্ষমতায় আসে, তখনি তাদের ভাগ্য পরিবর্তন হয়। তাই জনগণের আশা-আকাংখা পূরনে কাজ করুন।

আজ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জনগণের আস্থা ধরে রাখতে হবে। তাদের আশা-আকাংখা পূরনের জন্য কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারবো এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো।