জনপদে শ্বাপদের মুখ
আহমেদ মুশফিকা নাজনীন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
আহমেদ মুশফিকা নাজনীন
ছোট্ট সায়মার বুঝি আকাশ দেখার ইচ্ছে হয়েছিলো। তাই ঘর ছেড়ে ও গিয়েছিলো ছাদে। নীল আকাশে নাচবে সে। বোঝেনি নিস্পাপ বালিকা, আকাশের নিচে সেদিন ছিলো কালো থাবা। সে থাবায় রক্তাত্ব হয় সে। মানুষের জানোয়াররুপী চেহারা দেখে সেদিন কি খুব অবাক হয়েছিলো ছোট্ট সায়মা? জানা হয়না। হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করেছিলো বাচ্চা মেয়েটি। পারেনি। তাই বুঝি ক্ষুব্দ হয়ে মানুষের উপর একরাশ ঘৃনা জানিয়ে নীরবে চলে যায় ও। ওর মৃতদেহ দেখে আমরা হই স্তম্ভিত। বাবা মার বাঁধভাঙা কান্নায় হিম হয়ে ওঠে লাশকাটা ঘর।
এক সহকর্মী জানান, এ ঘটনা জানার পর তার ৬ বছরের মেয়েকে বলে দিয়েছেন বাবা আর দাদু ছাড়া যেন কারও কোলে না যায় সে। কোনো ছেলে যেন তার হাত না ধরে। সেই ছোট্ট মেয়েটি এখন অক্ষরে অক্ষরে মেনে চলে মায়ের আদেশ। চাচা মামা খালু, ফুপা কারও কাছে যায়না সে। কেউ চকলেট দিলে হাত শক্ত করে রাখে। তার শিশু মনে আজ পুরুষ আর ছেলে শব্দটায় ভয়। কেন এমন হবে? এই শিশু বয়সে তো তার ছেলে বা পুরুষ শব্দ শেখার কথা না। কেন তাকে আজ এই শিশু বয়সেই শিখতে হবে ছেলেদের বিশ্বাস করা যাবে না? এই শিশু যখন ধীরে ধীরে বড় হবে তখন কি সে প্রাণভরে নিশ্বাস নিতে পারবে এ সমাজে?
প্রায় সব ঘরে ঘরে বাবা-মায়েরা আজ সন্তানদের নিয়ে আতংকিত। কাকে অবিশ্বাস করবেন তারা। চারপাশে সবাই তো আপনজন। এর মধ্যে কে শ্বাপদের মতো নখ বাড়িয়ে আছে কে জানে? সব মুখই তো সরল স্বাভাবিক। এর মধ্যে শ্বাপদের মুখ কার? কার মনে কু ডাকে। জানে না কেউ। অসহায় ও চিন্তিত অভিভাবক। নানা রঙের মুখোশ চারদিকে। মুখোশের আড়ালে এই অচেনা মানুষগুলোই জনপদে রক্তাত্ব করছে শিশু, কিশোরী, তরুণী কিংবা শতবছরের বৃদ্ধার শরীর।
খুলনা বিভাগে গত ৩ মাসে ২৮টি ধর্ষণের মামলা হয়েছে। একটারও বিচার হয়নি। মূল অপরাধীরা কেউ ধরা পরেনি।
ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ সোনালী সেন জানান, আসামীর নমুনা সংগ্রহ করা যায় না বলে বিচার কাজ আর এগোয় না। আহা কি দেশ আমার। ধর্ষকরা এতই ক্ষমতাবান তাদের ধরতে পারে না প্রশাসন। নাকের ডগার উপর লাফিয়ে লাফিয়ে বেড়ায় ওরা। দিন যায়। বাড়ে ধর্ষণের ঘটনা। অসহায় আমরা শুধু দেখি ধর্ষিতার কান্না।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের দেয়া তথ্য মতে, গত পাঁচ বছরে বাংলাদেশে ৩ হাজার ৫৮৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৭৮ জনকে। ৬ থেকে ১২ বছর বয়সী মেয়েরাই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়।
সুপ্রিয় পাঠক, মধ্য বয়স্ক লোক যে ৩ মাস বয়সী শিশুকে করছে পাশবিক নির্যাতন। সেই লোক কি কখনো তার শিশু কন্যাকে মা বলে আদর করেন? তিনি যখন বাড়ি যেয়ে তার নাতনীকে কোলে নেন পরম মমতায় তখন কি তার একবারও মনে হয়না সেই ছোট্ট শিশুর সাথে তার নির্মম ঘৃণ্য আচরণের কথা? তখন ঘৃনা হয় না তার নিজের প্রতি? যে তরুণ, বন্ধুত্ব, প্রেম আর বিশ্বাসের সুযোগ নিয়ে শ্লীলতাহানি করেন প্রেয়সীর। সেই তরুণ কি কখনো সুখে থাকেন মনে? অনুশোচনায় কেন মরে যেতে ইচ্ছে করে না তার? যে আত্মীয় আপন লোক পরিচয়ে তার নোংরা কালো হাত দেন শিশুর গায়ে। তিনি কি পাপের ভয় পান না মনে? চারদিকে আজ মানুষরুপী হায়েনার ডাক। অফিসে, কারখানায়, বাসে, আড্ডায় সবাই আজ ক্ষুব্ধ এই বিকৃত মনের মানুষগুলোকে নিয়ে।
বেসরকারী চাকরীজীবী জেবিন রহমান ক্ষুব্ধ কন্ঠে বলেন, আজ অনেকে অনেক বড় বড় কথা বলছেন কিন্তু এখনই তার পাশ দিয়ে কোনো তরুণী হেঁটে গেলে মনে মনে তিনিও কিন্তু বলেন ..... তো বেশ। আড়চোখে লোলুপ দৃষ্টিতে তাকান কিশোরীর দিকে। আড্ডায়, গল্পে নারী শরীর যেন এক রসালো গল্প। ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে পাঠানো হয় নোংরা বিকৃত সব ছবি। অনেকেই দেখেন নানা ধরনের পর্ণোসাইট। এসব অসুস্থ কাজ যখন করেন তখন একবার হলেও কি তার চোখের সামনে ভেসে ওঠে না আত্মজার নিস্পাপ মুখ?
আপনি আজ যখন অন্যের মেয়ের দিকে তাকাবেন হায়েনার মতো। কাল আরেকজন আপনার মেয়ের দিকে তাকাবে সেই একই দৃষ্টিতে। প্রকৃতির বিচার বড় নির্মম। জেবিন রহমান বিকৃতবোধের মানুষদের কঠোর শাস্তির দাবী জানান।
কেন মানুষের মন আজ এত বিকৃত? কোথায় সমস্যা? সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, পরিবার ও সমাজ থেকে মানুষ মূল্যবোধ শেখে। তার সামাজিকীকরণ হয় সমাজ কাঠামো থেকে। পুঁজিবাদী সমাজের কারণে সেই কাঠামো যখন ভেঙে যায় তখন এসব ঘটনা ঘটতে থাকে। একসময় মানুষ অপরাধ করতে ভয় পেতো। সমাজ কি বলবে এই ভয়ে থাকতো সে। কারণ সমাজে তখন শাসন ছিলো। এটা করা যাবে না ওটা করা যাবে না এধরনের কিছু নিয়ম শৃংখলা ছিলো। সমাজের মাতব্বর বা যিনি মোড়ল ছিলেন তার কথা শুনতো সবাই। মানুষ মানুষকে মানার একটা প্রবণতা ছিলো। কিন্তু এখন পঁজিবাদী সমাজের কারণে সে নিয়ম আর মানছে না কেউ। বর্ধনশীল অর্থনীতির কারণে কিছু মানুষের কাছে এখন অনেক টাকা। তারা সমাজকে তোয়াক্কা করেন না। ফলে সামাজিকীকরণে একটা ধস নামে। প্রভাবশালী ব্যক্তি তার মতো নিয়ন্ত্রণ করতে চায় অনেককিছু। ফলে কাঠামোয় দেখা দেয় বিশংখলা। টাকা আছে সব ম্যানেজ হয়ে যাবে। এ ভাবনায় বাড়ছে বিকৃত রুচির মানুষ। বাড়ছে অপরাধ। ফলে যারা মূল্যবোধ, নৈতিকতা নিয়ে ভাবেন তারা ধীরে ধীরে ক্ষমতার দাপটের কাছে হতাশ ও অসহায় হয়ে পরেন। মাদ্রাসাগুলোকে আগে সবাই সম্মানের চোখে দেখতো। এখন অনেক মাদ্রাসা থেকেই উগ্রবাদী জঙ্গী তৈরি হচ্ছে। ফলে সেখানে ধস নামছে মূল্যবোধের।
নৈতিকতা হারিয়ে নিস্পাপ শিশুরাও আজ রেহাই পাচ্ছে না নির্যাতন থেকে। তবে আশার কথা এই যে সামাজিক মাধ্যমসহ সব জায়গায় মানুষ এখন প্রতিবাদ করার চেষ্টা করছে। একটা সময় আসবে এসব অন্ধকার একদিন ঠিক দূর হয়ে যাবে। যারা পড়াশুনা করছে বা যারা পড়াশুনার বাইরে তাদের সবাইকে নৈতিকতার শিক্ষা দেয়া দরকার। পাশাপাশি গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখতে হবে। সেই সাথে ঠিক করতে হবে সমাজ কাঠামোর সিস্টেম।
সুপ্রিয় পাঠক, দমবন্ধ এই পরিবেশ থেকে আমাদের শিশুরা আলোর মুখ দেখুক। সেই আগের মতো বড়দের শ্রদ্ধা আর ছোটদের স্নেহ করতে চাই আমরা। প্ল্যাকার্ড হাতে দেবশিশুদের আমরা আর রাস্তায় দেখতে চাই না। আমরা চাই ছেলে শিশু বা মেয়ে শিশু নয়, সব শিশুরা সমাজে শিশু হিসেবে নিরাপদে আনন্দে হাসতে হাসতে বড় হোক। কোনো শ্বাপদের কালো থাবার আঁচর যেন আর একজনের গায়েও না লাগে তার জন্য আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে। যে যেভাবেই পারি। আঁধার ভেদ করে সূর্যকে কাছে আনা চাই, ঐ দূর বহুদূর তবে তত দূর নয়।
লেখক : সিনিয়র নিউজরুম এডিটর, একুশে টিভি
- আমাদের শেষ দেখাও হলো না: পরীমণি
- শিশুর পুষ্টির ঘাটতি মেটায় যে ৫ ফল
- শত চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না যে কারণে
- যেমন থাকবে আজকের আবহাওয়া
- চরাঞ্চলে উঠছে কাঁচা মরিচ, কমছে দাম
- রাজধানীতে আজও ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
- মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
- ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী
- প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত
- বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
- আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে
- সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
- ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- ‘রিমান্ড’-এ মম
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা
- গৃহশ্রমিক মেয়েদের দিন কষ্টে কাটে