জমজমাট নিউমার্কেটের ফুটপাতের ঈদ বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি
‘এক্সপোর্টের শার্ট নেন, মাত্র আড়াইশ টাকা’, ‘পাঞ্জাবি নেন, মাত্র তিনশ টাকা’, ‘প্যান্ট লন, গেঞ্জি লন’, ‘দেইখা লন, বাইচ্ছা লন, এক দাম-এক রেট’ –এমন হাঁক-ডাকে জমে উঠেছে রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাতের ঈদ বাজার। সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নীলক্ষেত এবং বাটা সিগন্যাল থেকে গাউছিয়া মার্কেট পর্যন্ত হাজারের বেশি দোকান বসেছে।
সারি সারি এসব দোকানে কসমেটিকস, জামাকাপড়, জুতা, ব্যাগ, গহনাসহ ঈদ উপলক্ষ্যে নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আর এসব পণ্য বিক্রি করতেই তারা ছন্দে ছন্দে ডাকছেন। ক্রেতারাও ঘুরে ঘুরে নিজেদের পছন্দের জিনিস কেনাকাটা করছেন।
সোমবার (১৭ মার্চ) দুপুরে সায়েন্সল্যাব, নিউমার্কেট, নীলক্ষেত, বাটা সিগন্যাল এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
দেখা যায়, সকাল থেকেই ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে জামাকাপড়, জুতা, গেঞ্জিসহ বিভিন্ন পণ্যের সমারোহ সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়ও। দোকানগুলোতে নারীদের জন্য বিভিন্ন ডিজাইনের শাড়ি, সালওয়ার কামিজ আর পুরুষদের জন্য পাঞ্জাবি-পায়জামা, টিশার্ট ও প্যান্টের পসরা সাজানো হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য রঙিন জামাকাপড়, খেলনা এবং ঈদ স্পেশাল গিফট আইটেমও বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, ফুটপাতে কম দামে ভালো মানের কাপড় পাওয়া যাচ্ছে। যার কারণে কিছুটা সাশ্রয়ের আশায় তারা এখানে ভিড় করছেন। আবার ঘুরেফিরে কেনাকাটার মধ্যেও ঈদের আনন্দ খুঁজে নিচ্ছেন অনেকে।
নূরজাহান নামের এক ক্রেতা বলেন, মূলত মার্কেট থেকে কেনাকাটার জন্যই নিউমার্কেট এসেছি। কিন্তু এসে দেখলাম ফুটপাতেও সাশ্রয়ী দামে অনেক জিনিস পাওয়া যাচ্ছে। এখানে দাম একটু কম এবং পোশাকেরও ভিন্ন ভিন্ন ডিজাইন রয়েছে। তাছাড়া ঈদের জন্য কেনাকাটা করতে মার্কেটে আসাটা এক ধরনের আনন্দের বিষয়। তাই ঘুরেফিরে মার্কেটের পাশাপাশি বাইরের ফুটপাতও দেখছি। আমি মার্কেটের পাশাপাশি ফুটপাত থেকেও বাচ্চাদের জন্য কিছু জামা এবং খেলনা কিনেছি।
জান্নাতুল ফেরদৌস নামের আরেক ক্রেতা বলেন, ফুটপাতের বাজারে এলে মনে হয় ঈদ খুব কাছাকাছি চলে এসেছে। সকাল বেলা এসেছি। কিন্তু তখন থেকেই পুরো এলাকায় মানুষের উপস্থিতি অনেক। তাছাড়া সুন্দর সুন্দর পোশাক এবং বিভিন্ন আইটেম এখানে কম দামে পাওয়া যাচ্ছে।
রফিকুল ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, ফুটপাতে দাম কিছুটা সাশ্রয়ী এবং পণ্যের মানও বেশ ভালো। সেজন্য ফুটপাত থেকেই পাঞ্জাবিসহ কয়েকটি পোশাক কিনেছি। দামাদামি করে নিতে হচ্ছে। তবে সেটিও বেশি দামে নয়। মার্কেটের চেয়ে কম দামেই কিনতে পেরেছি। তাছাড়া ঈদ সামনে রেখে এখানে সাজানো জামাকাপড়, জুতা, গহনাসহ সব কিছুই আকর্ষণীয়।
আর বিক্রেতারা বলছেন, কম লাভে বেশি বিক্রির নীতি অবলম্বন করছেন। ন্যূনতম ৩০০ টাকা থেকে বিভিন্ন শার্ট, পাঞ্জাবি ফুটপাতে পাওয়া যাচ্ছে। যার দাম দোকানগুলোতে সাতশ থেকে এক হাজার টাকার নিচে নয়।
সায়েন্সল্যাব মোড়ের পাশের ফুটপাতে পায়জামা-পাঞ্জাবি বিক্রি কারা রবিউল নামের এক হকার বলেন, এসময় ব্যবসা বেশ ভালো চলে। আমরা সীমিত লাভে বেশি বিক্রি করি। এতেই পর্যাপ্ত লাভ হয়। দোকানে কাপড় কিনতে গেলে খরচ অনেক বেশি। সেখানে দোকান ভাড়া, কর্মচারীর বেতন, কারেন্ট বিল যুক্ত হয়। কিন্তু আমাদের এমন খরচ নেই। সেজন্য কম দামেই পায়জামা-পাঞ্জাবি বিক্রি করছি। আমার দোকানে মানভেদে ২৫০-৩০০ টাকায় পায়জামা এবং ৩০০-৫০০ টাকায় পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। খুব ভালো বিক্রি হচ্ছে।
মারুফ হোসেন নামের আরেক বিক্রেতা বলেন, ফুটপাতে আমরা যারা দোকান দেই তাদের অনেক কষ্ট করতে হয়। এখন গরমের সমস্যা বেশি। কিন্তু যখন ক্রেতারা আমাদের পণ্য কিনে হাসি মুখে চলে যায়, তখন খুব ভালো লাগে। আমরাও কম দামে বিক্রির চেষ্টা করি। আমি ন্যূনতম ২০০ টাকা থেকে শুরু করে ৩০০ এবং সর্বোচ্চ ৫০০ টাকায় টিশার্ট, পলো শার্ট বিক্রি করছি। বেচাকেনা বেশ ভালো।
- ফেসবুক স্টোরি থেকে আয়ের নতুন সুযোগ
- ঈদের ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- মৌচাক মার্কেট: সাধ্যের মধ্যে মিলছে না পছন্দের পোশাক
- গাজায় ইসরাইলি বর্বর হামলায় ৯৭০ ফিলিস্তিনি নিহত
- ঈদ করেই লন্ডন থেকে দেশে ফিরবেন খালেদা জিয়া
- বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল
- আজ সুখে থাকার দিন
- দূষিত শহরের তালিকায় ঢাকা আজ পঞ্চম
- ট্রেনে ঈদযাত্রার ৩০ মার্চের টিকিট বিক্রি শুরু
- দুদকের অভিযোগের জবাবে যা বললেন টিউলিপ
- রাজধানীতে মেয়েকে ধ*র্ষ*ণের অভিযোগে বাবা আটক
- ঈদে ঢাকাবাসীর জন্য ডিএমপির ১৪ নির্দেশনা
- ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের তৃতীয় দূষিত শহর
- ৯ মাস মহাকাশে আটকা থাকার পর পৃথিবীতে ফিরলেন সুনিতা ও উইলমোর
- কফির সঙ্গে এসব খাবার ভুলেও খাবেন না!
- সবজিতে স্বস্তি, তেল-চালের বাজার চড়া
- কোচ বাটলারকে নিয়ে সাবিনাদের যত অভিযোগ
- একাই ৪ স্বর্ণ জয় করলেন নরসিংদীর উর্মি
- হাসপাতাল থেকে আজ বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
- নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা: বাফুফের প্রতিবাদ
- হাঁসের মাংসের কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি
- শনিবার থেকে শীত আরও বাড়বে
- অমর একুশে বইমেলা: অতীত থেকে বর্তমান
- দুর্ঘটনায় সালমানের বোনের হাড়গোড় ভেঙে চুরমার
- নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ
- ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত
- জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ জুনিয়র টাইগ্রেসদের
- চালের বাজারে অস্থিরতা
- রবি ঠাকুরের ‘নতুন বৌঠান’ এবং প্রসঙ্গ কথা