ঢাকা, শনিবার ২৮, ডিসেম্বর ২০২৪ ১:১৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে: ড. ইউনূস সবজিতে স্বস্তি, চাল ও মাছের দাম ঊর্ধ্বমুখী টেকনাফে দুর্ঘটনাকবলিত জাহাজের ৭২ যাত্রীকে উদ্ধার কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেত্রী কাবেরী আটক ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

জমে উঠেছে আতর-টুপি ও জায়নামাজের বাজার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দরজার কড়া নাড়ছে ঈদ উল ফিতর। পোশাকের পর শেষ মুহূর্তে আতর-জায়নামাজ ও টুপি-তসবিহ কিনছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীর বায়তুল মোকাররম, গুলিস্তান, পল্টন ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা পার করছেন ব্যস্ত সময়। 

শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় গিয়ে দেখা গেছে, দোকানে দোকানে নানা ডিজাইনের টুপি, জায়নামাজ সারি করে সাজানো রয়েছে। পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে পাথরের তসবিহ ও আতর। ক্রেতারা দামদর করছেন। 

দোকানগুলোতে তুর্কি ছাড়াও পাকিস্তানি, চায়না জায়নামাজ বিক্রি হচ্ছে। তুর্কি জায়নামাজ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ১২ হাজার টাকায়, পাকিস্তানি জায়নামাজ ৫০০ টাকা থেকে ১ হাজার টাকায়, চায়না জায়নামাজ ১০০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

বায়তুল মোকাররমে ছেলে আয়মান ও ও বৃদ্ধ বাবা-মায়ের জন্য জায়নামাজ কিনতে এসেছেন আরিফুর রহমান। তিনি বলেন, সাড়ে তিনশ টাকায় চ্ছেলের জন্য তুর্কি জায়নামাজ কিনেছি। নতুন নতুন কালেশকন দেখে আব্বা-আম্মার জন্যও দুটি নিয়েছি।

রাজধানীর খিলগাঁও থেকে আসা খালেকুজ্জামান বলেন, ঈদের নামাজ পড়তে পরিবারের সবার জন্য আতর ও টুপি কিনেছি। অন্যান্যবারের চেয়ে এবার আতরের দাম বেশি।
 
বায়তুল মোকাররমের উর্মি এমপরিয়াম হাউজের দোকানি ফয়েজ আহমেদ  বলেন,  দুপুরের পর থেকে বিক্রি ভালো হচ্ছে। গত কয়েকদিন ধরে আতর ও তসবিহর তুলনায় জায়নামাজ ও টুপি বিক্রি হয়েছে। তবে আজ সন্ধ্যার পর থেকে আতর ও তসবিহ বিক্রি বেড়েছে।

ফয়েজ আহমেদের দোকানে ৫০ টাকা থেকে ৪ হাজার টাকা দামের আতর বিক্রি হচ্ছে। কস্তুরি অর্থাৎ মেশক আম্বার বিক্রি হচ্ছে প্রতি মিলি চার হাজার টাকায়। আরেক ব্যবসায়ী ইয়াছিন জানান, কম দামের আতরের মধ্যে দুবাইয়ের হারামাইন আতর প্রতি ১৫ মিলিগ্রাম ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। 


সৌদি আল রিহাব কোম্পানির ৬ মিলিগ্রাম ১৮০ টাকা থেকে ২৫০ টাকায়, ভারতের আল নাঈম কোম্পানির ৮ মিলিগ্রাম বোতলের আতর ৩০০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশীয় ফারহান কোম্পানির আতর ৬ মিলি ২০০ টাকা থেকে ২৫০ টাকায়, আলিফ কোম্পানির আতর ১৫০ টাকায় থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

গুলিস্তান, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় দেশীয় টুপির পাশাপাশি তুর্কি, পাকিস্তান, চায়না, ইন্ডিয়ান টুপি রয়েছে। পাকিস্তানি টুপি বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ৭০০ টাকায়, কাশ্মিরি টুপি ২০০ টাকা থেকে ৮০০ টাকায়, জিন্নাহ ও নেয়ামত টুপি ১৮০০ টাকা থেকে ৩ হাজার টাকায়, কাজ করা টুপি ২৫০ টাকা থেকে ৩৫০ টাকায়, স্টোন টুপি ১১ হাজার টাকা থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে টুপি বিক্রেতা আমান জানান, অন্যান্য দিনের তুলনায় টুপি আজ বেশি বিক্রি হয়েছে।