ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৯:২০:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে সতর্ক সংকেত খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

জয়ার ইরানি চলচ্চিত্র নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে তিনি দুই বাংলার চলচ্চিত্রেই নিয়মিত। শুধু অভিনয় দিয়েই তিনবার পেয়েছেন ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার।

ইতোপূর্বে দুইবার পুরস্কারটি জিতেছেন তিনি। গত বছর দুটি সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি এবং সবাইকে টপকে তিনিই ছিনিয়ে নেন ব্ল্যাক লেডি। এরপর থেকেই তিনি চলচ্চিত্রের নানান অঙ্গনে বিস্তৃত হতে থাকে। পরিচিতি বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় নতুন একটি ইরানি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।

এ নিয়ে শনিবার ২৩ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। তখন সেখানে উপস্থিত থাকেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও জয়া আহসান। আরও ছিলেন সহ-অভিনয়শিল্পী রিকিতা নন্দীনি শিমু, সুমন ফারুক এবং কলাকুশলীরা। এ ছাড়া গণমাধ্যমের সঙ্গে ইফতার মাহফিলেও যোগ দেন ইরানি সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মীরা।

সেখানে জানানো হয়, ফেরেশতে সিনেমাটি ইরানি, তবে এটি দৃশ্যায়তি হচ্ছে বাংলা ভাষায়। এর দৃশ্যধারণ শেষে প্রথমে বিশ্বের নামকরা ফ্লিম ফেস্টিভ্যালগুলোতে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। এরপর বাংলাদেশ ও ইরানের সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে।

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের গল্প ও পরিচালনায় এরইমধ্যে সিনেমার বেশ কিছু শুটিং হয়েছে রাজধানীর কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রেল স্টেশন এলাকা, চারুকলা, রমনার বটমূল প্রান্তরসহ আরও বেশ কিছু জায়গায়।