ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১২:৪৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

ট্রুডোর বাড়ি রিডো কটেজ ছাড়লেন সোফি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৬ এএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিচ্ছেদের পর শনিবার (৫ আগস্ট) তাদের ব্যক্তিগত বাসভবন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাড়ি রিডো কটেজ ছাড়লেন সোফি গ্রেগোয়ার।

ট্রুডোর বাড়ি ছাড়লেও সন্তানদের সহ-অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সন্তানদের দেখাশোনার জন্য তাই ট্রুডোর বাসভবনের কাছাকাছিই একটি ব্যক্তিগত বাড়িতে উঠছেন সোফি গ্রেগোয়ার।
কানাডার আইনে, প্রধানমন্ত্রীর সহধর্মিণী তাঁর সমর্থনে থেকে দেশের প্রতিনিধিত্বে ভূমিকা পালন করতে পারেন। কিন্তু দাপ্তরিক উপাধি বহন করতে পারেন না। তাই সোফি সরকারের পক্ষে আর কোনো বক্তৃতা বা জনসাধারণের সম্মুখে আসবেন না।

রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন না বা বিদেশ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্রমণ করবেন না। নিরাপত্তায় সরকারি বিশেষ কোনো সুবিধাও পাবেন না তিনি।

বিচ্ছেদ হওয়ায় বিশ্বনেতাদের সঙ্গে যে কোনো দাপ্তরিক বৈঠকেও আর ট্রুডোর পাশে দেখা যাবে না তাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়েও থাকবে না কোনো অধিকার। তবে বাসভবনে সোফি আসতে পারবেন।

বিচ্ছেদের আগে প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে সোফি গ্রেগোয়ার বিভিন্ন দাতব্য কাজে যুক্ত ছিলেন। তিনি নারীদের অধিকার, মানসিক স্বাস্থ্য সমস্যা, খাওয়ার ব্যাধি, শারীরিক কার্যকলাপসহ অনেক বিষয় নিয়ে কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন। বিয়ে বিচ্ছেদ হলেও তিনি এসব সামাজিক কার্যকলাপ অব্যাহত রাখবেন।

২০১৫ সালে লিবারেল পার্টি প্রথম নির্বাচিত হওয়ার পর রিডো কটেজ ছিল ট্রুডো দম্পতির আবাসস্থল। প্রধানমন্ত্রী হওয়ার পরও ট্রুডো সরকারি বাসভবন সাসেক্সে যাননি।

আর বিচ্ছেদের পর ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সোফি ত্যাগ করেন নানা স্মৃতিবিজড়িত রিডো কটেজ ।