ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৪:৪৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

ট্রু-কলারে কল রেকর্ডসহ আসছে নতুন ফিচার 

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ট্রু-কলারের নতুন আপডেট ভার্সন ১২ আসছে। এই আপডেটের হাত ধরেই অ্যাপটিতে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। এর মধ্য অন্যতম হচ্ছে, ইনকামিং ও আউটগোয়িং উভয় কলই রেকর্ড করা যাবে।
এর আগে শুধু প্রিমিয়াম গ্রাহকরা ট্রু-কলারের মাধ্যমে কল রেকর্ড করতে পারতেন। সবশেষ এই আপডেটের পর সব ট্রু-কলার গ্রাহকই এই অ্যাপ ব্যবহার করে কল রেকর্ড করতে পারবেন।

ট্রু-কলার ভার্সন ১২ আপডেটের পর এই অ্যাপটিতে যুক্ত হয়েছে ঘোস্ট কল ও কল অ্যানাউন্সের মতো ফিচারগুলোও। একই সঙ্গে ভিডিও কলার আইডিও যুক্ত হয়েছে। এই ফিচার ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যরা ফোন করলে স্ক্রিনে একটি ছোট ভিডিও দেখতে পাবেন। তবে আপাতত অ্যানড্রয়েড গ্রাহকদের জন্যই এই ফিচার ব্যবহারের সুযোগ থাকছে।

অ্যানড্রয়েড গ্রাহকরা ট্রু-কলারের মাধ্যমে কল রেকর্ড করবেন যেভাবে ফোনে ‘সেটিংস’ ওপেন করে ‘অ্যাকসেসিবিলিটি’ ওপেন করুন। এবার ‘ট্রু-কলার কল রেকর্ডিং’ অপশন এনেবেল করে দিন। এরপর ‘ইউস ট্রু-কলার কল রেকর্ডিং’-এর পাশের টগল এনেবেল করে দিন। এবার চাইলে কল রেকর্ড করার শর্টকাট বাছাই করতে পারবেন। তবে ট্রু-কলারের মাধ্যমে ফোনের অপর প্রান্তের ব্যক্তি কল রেকর্ড করলে তা জানা সম্ভব হবে না। রেকর্ড করা সব কল ফোনের স্টোরেজে সেভ হবে।

এই আপডেটের পরে কল ও এসএমএসের জন্য আলাদা আলাদা ট্যাবও নিয়ে এসেছে ট্রু-কলার। এ ছাড়া অ্যাপের ইউজার ইন্টারফেসও ঢেলে সাজিয়েছে সুইডেনের কোম্পানিটি। আর এ ক্ষেত্রে ট্রু-কলার ভার্সন ১২ আপডেটের পরে হোমস্ক্রিন থেকেই কল ও এসএমএস দেখে নেয়া যাবে।