ঢাকা, মঙ্গলবার ১৯, নভেম্বর ২০২৪ ১৮:৪৫:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে না ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, রক্ষা পাবেন যেভাবে শুষ্ক মৌসুমেও পানিবন্দি ৩ উপজেলায় লাখো পরিবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান সায়েমা শাহীন

ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, রক্ষা পাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশজুড়ে ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর এ রোগের বাহক হলো এডিস মশা। অনেকেরই ধারণা এ মশা শুধু দিনে কামড়ায়। তবে এ ধারণা কিন্তু ভুল, কারণ রাতেও এডিস মশা কামড়াতে পারে। এ মশা কখন সক্রিয় থাকে তা নিয়েও প্রাণিবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মধ্যে মত-পার্থক্য আছে।
প্রাণিবিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুসারে, শুধু দিনের বেলাতেই নয় এডিস মশা সক্রিয় থাকে উজ্জ্বল আলোতেও। তবে এই মশা ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি বেশি পছন্দ করে।

আর তাই ভোর বা সূর্যোদয়ের সময় ও গোধূলি বা সূর্যাস্তের দিকে এ মশা কামড়াতে পারে। এমনকি রাতে কৃত্রিম আলো-আঁধারিতেও এডিস মশার কামড়ানোর ঝুঁকি আছে।

এডিস মশা মূলত স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে।

এডিস মশা চেনার উপায় কী?

এডিস মশা কালোরঙা, এর পায়ে ও পাশে সাদা ডোরাকাটা থাকে। এডিস মশার মাথার পেছনে ওপরের দিকে কাস্তে ধরনের সাদা দাগ থাকে। বাকি মশাদের মাঝ বরাবর সাদা দাগ থাকে। এই দুটো দেখেই চিহ্নিত করা যায় এডিস মশাকে।

কীভাবে সতর্ক থাকবেন?

১. দিনের বেলা পায়ে মোজা ব্যবহার করতে পারেন।

২. ফুলহাতা জামা পরুন।

৩. শিশুদের ফুলপ্যান্ট বা পায়জামা পরাতে হবে।

৪. দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

৫. মশাবিরোধী ক্রিম বা তেল শরীরের খোলা স্থানে ব্যবহার করুন।

৬. দরজা-জানালায় নেট লাগাতে হবে।

৭. মশা তাড়াতে স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. ফুলদানি, অব্যবহৃত কৌটা, বাড়িঘরের আশপাশে যে কোনে পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করুন।

৯. ঘরের বাথরুমে কোথাও পানি জমাবেন না।

১০. বাড়ির ছাদে বাগানের টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে।