ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ২৩:১৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৩৭ সাংবাদিকের প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত আমীর হোসেন আমু ও তার মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নভেম্বরের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত ১৭ ডিসেম্বরের মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ত্বকের রঙে মেকআপ

ফিচার ডেস্ক

প্রকাশিত : ০৫:৩০ এএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

মেকআপের জাদুর কাঠির ছোঁয়ায় মুখের খুঁত ঢাকা পড়বে। নজরকাড়া হয়ে উঠবে মুখশ্রী। টিকালো নাক, ভাসা ভাসা চোখ কিংবা মুখের সঙ্গে মানানসই ছোট্ট কপাল—সবই করে দেবে মেকআপ। দিনের একেক সময় যেমন একেক রকম মেকআপ ভালো লাগে, তেমনি মেকআপ হতে হবে আপনার গায়ের রঙের সঙ্গে মানানসই। মেকআপের নানা নিয়মকানুন নিয়ে লিখছেন নওশীন শর্মিলী।

মেকআপের সকাল-সন্ধ্যা
চেহারার খুঁত ঢাকতে মেকআপের জুড়ি নেই। তবে সময়, পরিবেশ ও উপলক্ষ অনুযায়ী মেকআপের ধরনও বদলে যায়।
 
সকালে: সকালের মেকআপে হালকা কমপ্যাক্ট পাউডার লাগান। ফাউন্ডেশন লাগাবেন না। হাসলে গালের যে অংশটা ফুলে উঠবে সেই অংশে অর্থাত্ চিকবোনে হালকা ব্লাশন লাগাতে পারেন। তবে গাল থেকে কান পর্যন্ত পুরো অংশে ব্লাশন লাগানোর দরকার নেই। সকালের জন্য ন্যাচারাল বাদামি রঙের আইশ্যাডো বেছে নিন। যা মোটামুটি সব রঙের ত্বকের সঙ্গে মানানসই। চোখের পাতার মধ্যের অংশে এক শেড লাগান। চোখের পাতার ওপরের অংশে আইশ্যাডো গাঢ় করে লাগান। চারকোল বা বাদামি রঙের কাজল পরুন। ট্রান্সপারেন্ট মাশকারাও দিতে পারেন। ন্যাচারাল কালারের লিপস্টিক ব্যবহার করুন। হাতের নখও ভালো করে কেটে একই রঙের নেইলপলিশ লাগান। গোলাপি রঙের গ্লসও ঠোঁটে লাগাতে পারেন। এছাড়া আল্ট্রা শিমার বেজড গ্লস লাগাতে পারেন।
 
সন্ধ্যায়: নিজের ত্বক যেরকম হবে আপনার উচিত সে অনুযায়ী খুঁজে নেওয়া। চিকবোনে ব্লাশন লাগান। সন্ধ্যা বা রাতে কী রঙের মেকআপ লাগাবেন সেদিকে খেয়াল রাখা জরুরি। বয়স বেশি হলে এরকম রং ব্যবহার করার আগে ভেবে নিন। গাঢ় নীল আইশ্যাডো ও গাঢ় মেরুন রং উগ্র দেখাবে। রাতে চোখের শেড হবে ডার্ক, ড্রামাটিক ও স্মোকি। চকলেট বাদামি, মরিচ লাল, গাঢ় ছাই আর্দশ। শেড আই পেন্সিল দিয়ে ব্লেন্ড করুন। এরপর চোখের পাতার ওপর ও নিচের অংশে আই রিম হাইলাইট করুন। চোখের উপরের পাপড়িতে লাইন বাড়িয়ে নিন। নিচের পাপড়িতে বাদামি মাশকারা লাগান। ত্বকের রং, চোখের রং ও চুলের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে লিপস্টিক ব্যবহার করুন। সরু ঠোঁটে গাঢ রং, পুরু ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগান। লিপস্টিকের কাছাকাছি একই রঙের লিপ লাইনার ব্যবহার করুন। লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে তারপর লিপস্টিক লাগান। লিপস্টিকের বাইরে দিয়ে লাইনার যেন দেখা না যায়।
 
ত্বক অনুসারে মেকআপের তারতম্য
রুক্ষ ও পরিণত: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা, ভাঁজ পড়তে থাকে। ত্বক অনুজ্জ্বল লাগে, ত্বক শুষ্ক হয়ে পড়ে। কিন্তু একটু চেষ্টা করলেই এ ধরনের ত্বকে সুন্দর করে মেকআপ করতে পারেন। ভারী ফাউন্ডেশনে ত্বকের বলিরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে। তাই লিক্যুইড বা পাউডার ফাউন্ডেশন ব্যবহার করুন। লিক্যুইড ফাউন্ডেশন লাগালে ত্বকের অনুজ্জ্বল ভাব ঢাকা পড়ে। পাউডার ফাউন্ডেশন লাগালে আলাদা করে কমপ্যাক্ট লাগানোর দরকার হয় না। থ্রি ইন ওয়ান আইশ্যাডো, লিপ কালার, চিক কালার স্টিক কিনে নিন। আইশ্যাডো চিকবোনে লাগানোর পর ব্রাশ দিয়ে লিপ কালার হালকা করে লাগান। চোখে কালোর বদলে ছাই, বাদামি, হালকা বেগুনি আই লাইনার ব্যবহার করতে পারেন। পেন্সিল কাজলের বদলে আই লাইনার কলম ব্যবহার করুন। শেষে মাশকারা লাগান।
 
তৈলাক্ত: প্রথমে ত্বক পরিষ্কার করুন। তারপর অ্যাস্ট্রিজেন্ট লোশন লাগান। ১০ মিনিট পর কমপ্যাক্ট পাউডার লাগান। ফাউন্ডেশন লাগাবেন না। কমপ্যাক্ট পাউডার লাগালে ত্বকে অতিরিক্ত চকচকে ভাব থাকে না। ফাউন্ডেশন লাগাতে চাইলে ওয়াটার বেজড ফাউন্ডেশন লাগান। ত্বকে লাগানোর আগে এক ফোঁটা পানি মিশিয়ে নিন। না হলে কেক ফাউন্ডেশন বা প্যানস্টিক ব্যবহার করতে পারেন। ফাউন্ডেশন লাগানোর পর পাউডার লাগান। মুখে ফাউন্ডেশন বসে যাবে। চোখে আইলাইনার ও আইশ্যাডো ব্যবহার করুন।
 
সঠিক মেকআপ নির্বাচন করার নিয়ম
শ্যামলা: যারা শ্যামবর্ণ, তারা ফাউন্ডেশন পছন্দ করার সময় যতটা সম্ভব নিজের গায়ের রঙের কাছাকাছি শেড পছন্দ করুন। কমপ্যাক্ট পাউডারের বদলে ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন। মরিচ লাল, লাল, গাঢ় কমলা অর্থাত্ গাঢ় এ ধরনের ত্বকে মানানসই। রাতের পার্টির জন্য আদর্শ রং বাদামি, গাঢ় তামাটে আইশ্যাডো। লিপস্টিক হবে গাঢ় রঙের।
 
ফর্সা: যাদের গায়ের রং ফর্সা তারা গাঢ় বা ডার্ক রঙের পরিবর্তে হালকা কোমল রং এবং প্যাস্টেল শেড বেছে নিন। আই মেকআপের জন্য নীল বা বেগুনি শ্যাডো মানানসই হবে। গোলাপি বেজের নানা শেডের ব্লাশন লাগান। লিপস্টিক পরুন হালকা রঙের।
 
কালো: এ ধরনের ত্বকে একটু হলুদঘেঁষা ফাউন্ডেশন ব্যবহার করুন। আইশ্যাডো হবে গাঢ় অর্থাত্ বাদামি, তামাটে বা বেগুনি। রাতের জন্য উপযুক্ত তামাটে বা সোনালি লিক্যুইড ব্লাশন। গাঢ় রঙের লিপস্টিক মানানসই।
 
মেকআপ স্পেশাল টিপস
* নিজের ত্বকের স্বাভাবিক রং বদলানোর জন্য ফাউন্ডেশন ব্যবহার করবেন না।
 
* ফ্রেশ ভাব আনার জন্য মেকআপের ওপর টোনার বা পানি স্প্রে করবেন না।
 
* ঋতু অনুযায়ী মেকআপ করুন।
 
* ঘন ঘন হাত দিয়ে মেকআপ স্পর্শ করবেন না।
 
* চিক কালার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য। রাতের মেকআপ মানেই ভারী হবে এমন নয়। ব্যালেন্স রাখুন।
 
* ব্লাশন ও ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করুন।
 
* লিপস্টিক ঠোঁটে বেশিক্ষণ ধরে রাখতে চাইলে একবার লিপস্টিক লাগিয়ে তার ওপর পাউডার লাগান। তার ওপর আবার লিপস্টিক লাগান।