ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ৩:৪৩:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাইফুল হত্যার প্রতিবাদ ও চিন্ময়ের মুক্তি দাবি হাসিনার দুই বছর পর ওয়ানডে দলে দিলারা আকতার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

দুই বছর পর ওয়ানডে দলে দিলারা আকতার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ পিএম, ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দুই বছর পর বাংলাদেশ নারী ওয়ানডে দলে ফিরলেন ব্যাটার দিলারা আকতার। আয়ারল্যান্ডের বিপক্ষে তাকে খেলানোর সিদ্ধান্ত হয়েছে। চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য দিলারাকে দলভূক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২২ সালের ১৪ ডিসেম্বরে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিলো দিলারার। নিজের অভিষেক ও সিরিজের প্রথম ম্যাচে ১৮ বলে ৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি এই ডান-হাতি ব্যাটার। ঐ সিরিজের পর দল থেকে বাদ পড়েন দিলারা। 

তবে গত মে-জুন মাসে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দিলারা। আবাহনী লিমিটেডের হয়ে ৯ ইনিংসে ৪৭.৫৬ গড় ও ১৩৮.০৬ স্ট্রাইক রেটে ৪২৮ রান করেন তিনি। 

দুই বছর পর ওয়ানডে দলে ফিরলেও টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত ছিলেন দিলারা। দেশের হয়ে এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে ২০৮ রান করেছেন তিনি। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ১৫৪ রানে জয় পায় বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই বড় জয় টাইগ্রেসদের। 

আগামী শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সারসরি খেলার টিকিট নিশ্চিতের জন্য চলমান সিরিজের বাকি দুই ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিততে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ ওয়ানডে দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আকতার, দিলারা আকতার।