ঢাকা, বুধবার ১২, মার্চ ২০২৫ ১৬:০৭:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাগুরার শিশুটির অবস্থা আরও আশঙ্কাজনক, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবে না দেশজুড়ে ধর্মঘট চিকিৎসকদের, বন্ধ আউটডোর-ইনডোর সেবা সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে অধিকাংশ ঘর গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ আলুর বাম্পার ফলন, তবু কৃষকের মাথায় হাত রাজধানীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন

দূষণে চার নম্বরে ঢাকার বাতাস, শীর্ষে দিল্লি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বে দূষণের তালিকায় আজ চার নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস। মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১৮২। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি (বায়ুর স্কোর২৫২)। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং (বায়ুর স্কোর ২২৫) যা খুবই অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে নেপালের কাঠমান্ডু (১৯০), ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিংশা (১৮১) ও উগান্ডার কাম্পালা (১৮১)।

সূচক অনুযায়ী ঢাকার মতো নেপালের কাঠমান্ডু, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিংশা ও উগান্ডার কাম্পালার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।