ঢাকা, শনিবার ০১, ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব রাজধানীতে ‘মাদকাসক্ত’ মায়ের হাতে শিশু খুন আজ বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা পঞ্চগড়ে টানা ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

দেশে গত ২৪ ঘণ্টায় ৬২ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৯ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৬৯২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৬৩ জনের। সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭২ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৫ দশমিক ০৪ শতাংশ। 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৪৪৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

দেশে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১০ হাজার ৩১৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।