নওগাঁয় শিশু পরিবারের ৯১১ মেয়ে পুনর্বাসিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪৮ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার
নওগাঁয় সরকারি শিশু পরিবার (বালিকা) দীর্ঘদিন থেকে এ জেলার দরিদ্র এতিম মেয়েদের শিক্ষা প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনের দায়িত্ব পালন করে আসছে। এ পর্যন্ত নিবাসীদের মধ্যে বিভিন্নভাবে ৯১১ জনকে পুনর্বাসিত করা হয়েছে।
নওগাঁ সরকারী শিশু পরিবার (বালিকা) ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হলেও শিশু পরিবার হিসেবে রুপান্তরিত হয়েছে ২০০৩ সালে। এ সদনে মোট ১০০ জন নিবাসী থাকার কথা। বর্তমানে রয়েছে ৯৪ জন। ৬ বছর থেকে ৯ বছর বয়স পর্যন্ত দরিদ্র পরিবারের এতিম মেয়েদের এখানে ভর্তির সুযোগ রয়েছে। তাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হয় তখন তাদের পুনর্বাসন করা হয়। এর মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়।
বর্তমানে ঐ প্রতিষ্ঠানের ৯৪ জন নিবাসীদের মধ্যে অনার্স ২য় বর্ষে ১জন, এইচএসসি ২য় বর্ষে ১জন, এসএসসি ৬জন, ১০ম শ্রেণীতে ৫জন, ৯ম শ্রেণীতে ৬জন, ৭ম শ্রেণীতে ৭জন, ৬ষ্ঠ শ্রেণীতে ৮জন, ৫ম শ্রেণীতে ৯জন, ৪র্থ শ্রেণীতে ১৭ জন, ৩য় শ্রেণীতে ৫জন, ২য় শ্রেণীতে ১৩ জন এবং ১ম শ্রেণীতে ৫ জন পড়াশুনা করছে। তাদের পড়াশুনার গুনগত মান ভালো। বিভিন্ন শ্রেণীতে যারা পরীক্ষা দিয়েছে তারা শতভাগ পাস করেছে।
এ প্রতিষ্ঠানের নিবাসীদের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রাইভেট পড়ানোর ব্যবস্থা রয়েছে। এ ব্যবস্থায় বিভিন্ন শ্রেণীর মোট ৫৫ জন নিবাসী প্রাইভেট পড়া চালিয়ে যাচ্ছে।
এসব নিবাসীদের লেখাপড়া’র খরচসহ যাবতীয় খরচ সরকারীভাবে সংকুলান করা হয়ে থাকে। বর্তমানে প্রতিটি শিশুর জন্য মাসিক ২ হাজার ৬শ টাকা খরচ করা হচ্ছে। সেই হিসেবে তাদের জন্য প্রতি মাসে সরকারি খরচ হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪শ টাকা। প্রতি বছরে তাদের জন্য ব্যয় হচ্ছে ২৯ লাখ ৩২ হাজার ৮শ টাকা। মাসিক মাথাপিছু ব্যয়ের মধ্যে রয়েছে খাদ্য, জ্বালানি ও দুধ বাবদ ২ হাজার টাকা, শিক্ষা বাবদ ২৫৫ টাকা, প্রশিক্ষণ বাবদ ৫০ টাকা, সাধারণ পোশাক পরিচ্ছদ ১০০ টাকা, চিকিৎসা বাবদ ৩০ টাকা এবং তেল, সাবান, প্রসাধনী,ফিনাইল, ব্লিচিং পাউডার ইত্যাদি বাবদ ৬০ টাকা।
নওগাঁ সরকারী শিশু পরিবারের তত্বাবধায়ক রাজিয়া সুলতানা বলেছেন নিবাসীদের দিনে ৪ বার খাবার দেয়া হয়। এর মধ্যে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং রাতের খাবার। এ ছাড়াও এ সদনের নিবাসীরা মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৫টি প্রথম পুরস্কার, ৫টি দ্বিতীয় পুরস্কার এবং দু’টি তুতীয় পুরস্কার লাভ করেছে।
এখন পর্যন্ত এ শিশু পরিবার থেকে ৬০ জনকে দর্জ্জি বিজ্ঞান, ৩০ জনকে উলবুনন, ৩০ জনকে সূচি শিল্প ও ১০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অপরদিকে পুনর্বাসিত করা হয়েছে ৭৮১ জনকে। এদের মধ্যে বিয়ের মাধ্যমে ৩৪৫ জন, চাকরির মাধ্যমে ১২ জন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ১৩০ জন, অভিভাবকের মাধ্যমে ২৯২ জন এবং অন্যত্র বদলি করা হয়েছে ২ জনকে।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ বলেন, এ প্রতিষ্ঠানে জেলার দরিদ্র পরিবারের এতিম মেয়েদের প্রতিপালন, শিক্ষা প্রদান, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে চলেছে।
সূত্র : বাসস
- ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী
- প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত
- বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
- আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে
- সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
- ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল
- ৫৭ বয়সেও মাধুরী দীক্ষিত যেন পঁচিশের তরুণী!
- জেনে নিন ভাপা পিঠার সহজ রেসিপি
- প্রথমবার দুঃসাহসিক অভিযানে ইহুদি মেয়েরা
- রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি
- রাজাপুরের বধ্যভূমি আজো অরক্ষিত
- বিশ্বের সবচেয়ে খাটো দম্পতির গিনেস রেকর্ড
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- ‘রিমান্ড’-এ মম
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- গৃহশ্রমিক মেয়েদের দিন কষ্টে কাটে
- জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা