ঢাকা, সোমবার ০৬, জানুয়ারি ২০২৫ ১২:৩৭:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিদায়ী বছরে পদ্মা সেতু থেকে আয় ৮৩৮ কোটি বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া রূপালী পর্দার নবাবখ্যাত অভিনেতা প্রবীর মিত্র আর নেই যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

নতুন বছর নিয়ে তাসনিয়া ফারিণের প্রত্যাশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১ জানুয়ারি ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পৃথিবী সূর্যকে প্রদিক্ষণ করতেই কালের গর্ভে হারিয়ে গেল ২০২৪ সাল। ক্যালেন্ডারের পাতা দখল করে নিল ২০২৫। বিশ্ব মেতে উঠল নতুন বছরের প্রথম প্রহর উদযাপনে।

নতুন উদ্যোমে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে ফানুস, আতশবাজিসহ বিভিন্ন আয়োজনে ইংরেজি নববর্ষ পালনে ষোলকলা পূর্ণ করেছে সবাই। এবার ছক কষার পালা। নতুন বছর নিয়ে পরিকল্পনা ঢাকা মেইলের সঙ্গে ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। 


তিনি বলেন, ‘নতুন বছর নিয়ে এখনও সেভাবে ভাবা হয়নি। তবে ভালো কাজ করতে চাই। ভালো কিছুর সঙ্গে থাকতে চাই। এরকমই প্রত্যাশা।’

নাটক, সিনেমা, ওটিটি— সব মাধ্যমে সরব বিচরণ ফারিণের। নতুন বছর কোন মাধ্যমে মনযোগী হতে চান জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমি কখনও মাধ্যম ভেবে কাজ করি না। ভালো কাজটির গুরুত্ব দেই। সেটা যে মাধ্যমেই হোক না কেন। ওই জায়গা থেকে এবারও মাধ্যমকে গুরুত্ব না দিয়ে ভালো কাজ করতে চাই।’

গেল বছর ভালো কেটেছে উল্লেখ করে ফারিণ বলেন, ‘২০২৪ ভালো কেটেছে। ভালো কিছু কাজ যোগ হয়েছে ক্যারিয়ারে। দর্শকরাও বেশ পছন্দ করেছেন সেগুলো।’

মুক্তির অপেক্ষায় আছে ফারিণ অভিনীত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে তার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। নতুন বছরের প্রথম প্রহরে প্রকাশ পেয়েছে এটির ফার্স্ট লুক।