ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১১:৫৪:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

নাম পেল বাইডেন-জয়ার তিন কন্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের চিড়িয়াখানায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে নাম রাখা বাঘ বাইডেন ও তার সঙ্গিনী জয়ার ঘরে জন্ম তিন শাবকের নাম রাখা হয়েছে। বাঙালি সংস্কৃতির সঙ্গে মিল রেখে তাদের নাম প্রকৃতি, রূপসা ও স্রোতস্বিনী রাখা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) তাদের জন্মের এক মাস পর নাম পেল এই তিন শাবক।

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে পর্যটকদের জন্য প্রকৃতি, রূপসা ও স্রোতস্বিনীকে চিড়িয়াখানায় উন্মুক্ত করা হবে।

তিন ডোরাকাটা বাঘ শাবককে বুকে নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ২০১৬ সালে প্রথম আফ্রিকা থেকে আনা দুটি শাবক থেকে এখন ১৭টা বাঘ বাঘিনী হয়েছে। এক মাস আগে জন্ম নেওয়া শাবকগুলোকে আমরা বাঙালি সংস্কৃতির সঙ্গে মিল রেখে নামকরণ করেছি।


আমরা অনেক যত্ন নিয়ে লালন পালন করি। চট্টগ্রামের চিড়িয়াখানা দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে বলে জানান চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন।