নারীকে একা দাঁড়াতে দিন
লাবণ্য লিপি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০২ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার
লাবণ্য লিপি
আপনার একটি কন্যা সন্তান আছে? আপনি তাকে খুব যত্ন করেন। চোখে চোখে রাখেন। স্কুল, কলেজে তাকে একা যেতে দেন না। বাজারে, শপিংয়েও সঙ্গে যান। যা কিছু প্রয়োজন তা আপনি নিজে এনে দেন। শৈশবেই তার মাথার মধ্যে ঢুকিয়ে দেন, এমন পোশাক তুমি পরবে না। লোকে খারাপ বলবে। এমনভাবে কথা বলবে না যেন তোমাকে কেউ মুখরা বলে। আর এ সব কিছুই করেন তাকে ভালোবাসেন বলে। তার ভালো চান বলে! নিরাপত্তা নিশ্চিত করতে এসব করেন আপনি। কিন্তু একবার কি ভেবে দেখেছেন এভাবে কতক্ষণ আপনি তাকে নিরাপদে রাখতে পারবেন? বরং তাকে প্রতিরোধ করতে শেখান। ওকে একা ছাড়ুন। নিজের পায়ে দাঁড়াতে দিন! একা চলতে দিন! কেননা জীবনের অনেকটা পথ ওকে একাই চলতে হবে।
দেশে যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে কিছু লোক বলতে থাকে, ওর পোশাক ঠিক ছিল না। ওর হাঁটাচলায় সমস্যা। একা বাইরে যাবে কেন? রাত করে বাইরে থাকে কেন? কেন বাইরে থাকবে না বলুন তো? প্রয়োজনে তো ও বাইরে থাকবেই। ইচ্ছে করলে সে অপ্রয়োজনেও বাইরে থাকবে। গভীর রাতে একজন নারীর যদি ইচ্ছে করে রাস্তায় হাঁটবে, চাঁদের আলো গায়ে মাখবে, তাতে আপনার সমস্যা কি? আপনারা পুরুষরা হায়েনা না হলেই তো হয়। আপনি তার পোশাকের দিকে তাকাচ্ছেন কেন? আপনার পোশাকের দিকে কে তাকায়? তাহলে নারীকেই কেন ‘আপনাদের’ মতে শালীন পোশাক পরতে হবে? আর যে মেয়েটি হিজাব পরত, যে বোরখা পরত, সেও কি আপনাদের হাত থেকে রক্ষা পেয়েছিল? কেন সে একা বাইরে যাবে না? তার কি পা নেই? সে কি পথ চেনে না? আপনাদের ভয়ে? পুরুষের? তাহলে কি আপনি মানুষ? নাকি হিংস্র পশু? আক্রমনাত্মক হিংস্র পশুকেও তাড়ানো যায়। কিন্তু আপনাকে যায় না। কারণ আপনি তার চেয়েও নিন্মস্তরের প্রাণী।
আর আপনারা যারা মেয়ের বাবা- মা, অভিভাবক তারা এবার একটু অন্যভাবে ভাবুন। আপনি নিজের মেয়েকে রক্ষা করার সব রকম ব্যবস্থা নেওয়ার পরও কিন্তু সে রক্ষা নাও পেতে পারে। আপনি সব সময়, সারা জীবন তাকে রক্ষা করতে পারবেন না। বরং ওকেই শেখান কীভাবে নিজেকে রক্ষা করতে হয়। শৈশব থেকেই ওকে শেখান কীভাবে ও নিজেকে রক্ষা করবে। ‘মেনে নিও’, ‘মানিয়ে নিও’ আর কত শেখাবেন। এবার শেখান, ফিরিয়ে দিও! নাচ, গান, প্রাইভেট পড়ানো, কত কিছুই তো ওকে শেখান। পাশাপাশি আত্মরক্ষার জন্য ক্যারাটে, জুডো এমনকি স্রেফ মারামারিও শেখাতে পারেন। ওকে শেখান, একটা মারলে কীভাবে দুইটা মারতে হয়। শেখান, কাপড় ধরে টান মারলে কীভাবে বাড়ানো হাত ভেঙে গুড়িয়ে দিতে হয়। স্রেফ বাজে মন্তব্য করলেও কীভাবে কষে একটা চড় দিতে হয়।
বখাটেরা উত্যক্ত করে বলে আপনি আপনার কন্যাকে গণপরিবহণে উঠতে দেন না। বেশি ভাড়া গুণে রিকশা অথবা সিএনজিতে যাতায়াত করাচ্ছেন। কিন্তু কেন? দেশটাকি শুধু ধর্ষকের? আমার, আপনার নয়? আমাদের সন্তানদের নয়? আমরা কেন ওদের এতটা বাড়তে দিচ্ছি? বরং চলুন, ওদের কোণঠাঁসা করি আমরা! মনে রাখবেন, পাল্টা আঘাত করলে অপরাধীও একদিন ভয় পাবে। কারণ তারও প্রাণের ভয় আছে। নিরবে সহ্য না করে যদি আমরা প্রতিবাদ করি, প্রতিঘাত করি, চিহ্নিত করি, তাহলে সেও পিছপা হবে। কেননা তাকেও এই সমাজেই বাস করতে হয়।
‘কেউ এসে আমাদের রক্ষা করবে। আমাদের বাঁচাবে!’ এই ধারণাটা অন্তত আপনার কন্যার মনে বাসা বাঁধতে দেবেন না! ওকে বরং বুঝিয়ে দিন, তোমার নিজেকে তোমাকেই রক্ষা করতে হবে। ওকে ওর দু’পায়ে শক্ত মাটিতে দাঁড়াতে দিন। ওকে শক্ত হতে দিন। কারণ বিপদে পড়লে ওকে কেউ বাঁচাতে আসবে না। আঘাত এলে পাল্টা আঘাত করে নিজেকে বাঁচাতে হবে ওকেই!
লেখক: সাহিত্যিক ও সাংবাদিক
- আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া
- পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি
- স্মার্টফোন স্প্যাম কল-মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে
- অতীতের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. ইউনূসের
- ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় গাইবান্ধার ফুলছড়ি
- রাজধানীতে দোলনায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু
- ৮ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
- যেসব এলাকায় বৃহস্পতিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
- পর্যটকদের সাজেক ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা
- ৯শ`কোটি ডলার দিতে পারলে মৃত্যুদণ্ড এড়াতে পারবেন নারী ধনকুবের
- নান্দি নাদাইতওয়া হলেন নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট
- বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা-দিল্লির
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
- বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা
- হ্যামিলনের বাঁশিওয়ালা ও আজকের পৃথিবী
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- এইচএসসির ফল দেখবেন যেভাবে
- সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা
- দীপাবলির আগেই সুখবর দিচ্ছেন রণবীর-আলিয়া
- আলাদা জায়গা পেলেন না মতিয়া চৌধুরী, স্বামীর কবরেই দাফন
- নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুরবাসীর আল্টিমেটাম
- প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে বিএনপি
- নতুন সরকার যদি আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব: নুসরাত