ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ১:৪১:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ, আইনজীবী নিহত ডেঙ্গু আক্রান্ত ১০ জনের প্রাণহানী কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী

নারী টেক উদ্যোক্তা এক্সপো শুরু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩২ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘উইমেন টেক এক্সপো ২০১৮’ আজ শনিবার ঢাকার কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টি পারপাস হলে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ উইমেন ইন আইটির (বিডব্লিউআইটি) যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করেছে।

 

সকাল ১০.৩০ মিনিটে এক্সপোর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের চেয়ারপারসন ও বিডব্লিউআইটির সভাপতি লুনা শামসুদ্দোহা।

 

এক্সপোতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মোট ৩৫জন নারী উদ্যোক্তা তাদের পণ্য ও সেবা তুলে ধরবেন। প্রতিষ্ঠানগুলো হলো-দোহাটেক নিউমিডিয়া, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড, সহজ ডটকম, অনুপম ইনফোটেক লিমিটেড, বাগডুম ডটকম, উইমেন ইন ডিজিটাল, বেগম ডট কো, ডিজাইনার কালেকশন, প্রিয়শপ ডটকম, ক্যারিয়ার সল্যুশন বাংলাদেশ, চিজকেক টেক, রিভেরি কর্পোরেশন, মনের বন্ধু. হেলথি ট্যাঙ্ক বিডি, রেনে বাংলাদেশ, আমার দেশ আমার বাংলা, টেকম্যানিয়া, আইটি সার্ভিস ডাইনামিকস, মেডিটর হেলথ, বাংলাদেশ ইনিস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট, সিপিএ আইটি লিমিটেড, যেতে চাও, গ্লোবাল ওয়েব আউটসোর্সিং লিমিটেড অ্যান্ড মেনশেন মিডিয়া, ফিংগারটিপস ইনোভেশনস লিমিটেড, প্রিয়তমেষু, নাইন টু নাইননাইননাইন, ফিজিকাল থেরাপি অ্যান্ড রিহেবিলিটিশন সেন্টার, বেনিফুড ও ফিনারি। মেলায় আগত নারী কারিগরি উদ্যোক্তাদের বিডব্লিউআইটির সদস্য করা হবে।

 

এক্সপোতে তিনটি মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে। ‘উদ্যোগের জন্য আর্থিক সহায়তা-চ্যালেঞ্জ ও সুযোগ’ বিষয়ক আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের প্রধান শেখ সেলিম, বিডিভেঞ্চার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, ব্র্যাক ব্যাংকের ডিপোজিট, এনএফবি ও রিটেইল ব্যাংকিং-এর প্রধান সারাহ আনাম, এফএম প্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক গাজী তৌহিদুর রহমান প্রমুখ।

 

’উদ্যোগের প্রসারে ডিজিটাল মার্কেটিং’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ আল-আমিন কবীর ও নাসিরউদ্দীন শামীম। এছাড়া ‘নারী কারিগরী উদ্যোগের তিনকাল’ শীর্ষক আলোচনা করবেন নারী উদ্যোক্তারা।

 

এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে আইপে বাংলাদেশ এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন এবং পার্টনার হিসেবে রয়েছে এটিএন নিউজ, জাগো নিউজ, ল’ফটো। আয়োজকদের পক্ষে বিডিওএসএনের কোষাধ্যক্ষ প্রমি নাহিদ জানান, মেলা ও মুক্ত সেমিনার সবার জন্য উন্মুক্ত।