ঢাকা, শনিবার ০১, মার্চ ২০২৫ ৩:১৬:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রোজা শুরুর আগেই বেড়েছে বেশ কিছু পণ্যের দাম গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ১৭ লাশ তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান মধ্যরাতে ভূমিকম্পে ফের কেঁপে উঠলো উত্তরাঞ্চল দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ গ্রহণের আহ্বান

নারী ফুটবল নিয়ে দুই ক্রীড়া সাংবাদিকের বই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের নারী ফুটবল ও ফুটবলারদের নিয়ে দুই ক্রীড়া সাংবাদিকের লেখা বই পাওয়া যাচ্ছে বইমেলায়। সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। দেশের নারী জাগরণে ফুটবল খেলে দারুণ ভূমিকা সাবিনা-সানজিদাদের। তাদের ফুটবল কাহিনী নিয়ে দুই জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিকের বই এসেছে।

 রোববার বাংলা একাডেমির একুশের বইমেলার অন্য স্টলগুলোর চেয়ে একটু বেশি ভিড় লেগেছিল ‘স্বপ্ন ৭১’-এ। সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, নীলুফার ইয়াসমিন নীলা ও মোসাম্মৎ সাগরিকার সঙ্গে ছবি তুলতে সেলফি শিকারিদের ছিল প্রচন্ড ভিড়। জাতীয় নারী দলের তিন ফুটবলার এদিন বইমেলায় এসেছিলেন নারী ফুটবল বিষয়ক বই ‘অপরাজিতা’র মোড়ক উন্মোচন করতে।


ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলনের লেখা অপরাজিতা বইটির মোড়ক উন্মোচন করেন ক্রীড়া সংগঠক ও কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা, সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, নীলুফার ইয়াসমিন নীলা ও মোসাম্মৎ সাগরিকা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক নাজমা সিদ্দিকী শিমুল ও বইয়ের প্রকাশক আবু সাঈদ।

বাংলাদেশের নারী ফুটবলের শুরুর দিকের ইতিহাস, নারী ফুটবলের বিবর্তন, ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন ও সাফ জয়ী নারীদের বিভিন্ন অজানা গল্প উঠে এসেছে বইটিতে। এছাড়া বইটিতে নারী ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচের ফলাফল, পরিসংখ্যান ও ফুটবলারদের প্রোফাইল রয়েছে।

বাংলাদেশের নারী ফুটবল নিয়ে বদিউজ্জামান মিলনের এই বইটি শুধু ফুটবলের মাঠে নারীদের সাফল্যের দলিল নয়, এটি এক নতুন ভোরের গল্প। এখানে ফুটবলের বাইরেও ফুটে উঠেছে স্বপ্ন দেখা মেয়েদের জীবনের চড়াই-উতরাই, তাদের লড়াই এবং এক অনুপ্রাণিত বাংলাদেশের প্রতিচ্ছবি।

১১২ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে স্বপ্ন ৭১ প্রকাশন। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৭৫৩ নম্বর স্টলে।

এর আগে বাফুফে ভবনে সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনদের হাতে তাদের বেড়ে ওঠা, পরিশ্রম ও পর্দার পেছনের নানা গল্প যোগে ‘স্বপ্ন ছোঁয়া সোনার কন্যারা’ বইটি তুলে দেওয়া হয়। লিখেছেন ক্রীড়া সাংবাদিক সুদীপ্ত আনন্দ।

নিজেদের গল্পগুলো চোখের সামনে ছাপার হরফে দেখে খুশি ও বিস্ময় দুটোই ধরা দেয় সাবিনা খাতুনের কণ্ঠে, ‘আমাদের যারা তৈরি করেছেন, সেই ব্যক্তিগুলোর নামও এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাই এ বিষয়টি আমাদের জন্য অনেক আনন্দের। আমি আবারও ধন্যবাদ জানাই সুদীপ্ত আনন্দ ভাইকে, আমাদের পথচলার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। পাশাপাশি অনন্য প্রকাশনীকে ধন্যবাদ জানাই বইটি প্রকাশ করা জন্য। সেই সঙ্গে এই বইটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমার কৃতজ্ঞতা। সকল খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় নারী দলের পক্ষ থেকে অনেক অনেক অনেক ধন্যবাদ।’


এবারের অমর একুশে বইমেলায় অনন্যা প্রকাশনীর ২৭ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। এছাড়া ক্রীড়া সাংবাদিক নাইর ইকবাল তনয়ের লেখা ‘আবাহনী-মোহামেডান ও সেই সময়ের গল্প’ বইও বেরিয়েছে। এই বইটি পাওয়া যাবে স্বপ্ন ৭১-এর স্টলে।