নিরুপায় বাফুফে, ঘোর সংকটে নারী ফুটবল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি
ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না সাবিনা খাতুনরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের অনুশীলনে নামার আহ্বানে সাড়া দেননি তারা। বিদ্রোহী ফুটবলারদের অনুশীলনে চান না কোচও। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ঘোর সংকটে নারী ফুটবল। সূত্রে জানা গেছে, নিরুপায় বাফুফে সভাপতি শেষ পর্যন্ত বিষয়টি ছেড়ে দিচ্ছেন বাফুফের নির্বাহী কমিটির ওপর। এই সপ্তাহে এক সভায় মেয়েদের বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
গত বুধবার বাফুফে সভাপতি দেশে ফিরে সিনিয়র ফুটবলারদের অভিযোগ শোনেন। তিনি বাটলারের অধীনেই শনিবার থেকে অনুশীলন করার নির্দেশ দিয়েছিলেন বিদ্রোহে জড়িত প্রথম ছয়জনকে বাইরে রেখে। কিন্তু বাটলারের অনুশীলনে অংশ নেননি বিদ্রোহী ১৮ সিনিয়র ফুটবলার। সকালে ব্রাদার্স ইউনিয়ন মাঠে এবং বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুনদের নিয়ে হয়েছে রুদ্ধদ্বার অনুশীলন।
সাবিনাদের অনড় অবস্থানে হতভম্ব মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার। কাল দুপুরে বাফুফে ভবন ছেড়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘এই মেয়েদেরকে আমি অনূর্ধ্ব-১২ টুর্নামেন্ট থেকে গড়ে তুলেছি। আমার বিশ্বাস, তারা অনুশীলনে ফিরবে। যদি তা না হয় সিদ্ধান্ত সভাপতি নেবেন।’ ২৪ ফেব্রুয়ারি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আরব আমিরাতে যাবে নারী ফুটবল দল। দল কবে ঘোষণা করা হবে? বেলা সোয়া ৩টায় অনুশীলনে যাওয়ার আগে বাটলারকে প্রশ্ন করতেই তার উত্তর, ‘যখন সময় হবে তখন। এ নিয়ে আমরা কাজ করছি। ভবিষ্যতের জন্য আমরা নতুন দল গঠন করছি।’
বিদ্রোহীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকায় বাফুফের জন্য কাজটা কঠিন হয়ে গেল। আন্দোলনের নেতৃত্বে থাকা পাঁচ-ছয় জনকে শাস্তি (বাধ্যতামূলক ছুটি) দিলে বাকিরাও ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এই ১৮ জনের মধ্যে ১৬ জন গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য।
বাফুফে কোচের পক্ষে থাকলে এবং ১৮ ফুটবলার অনুশীলন বর্জন অব্যাহত রাখলে নারী ফুটবল দল বড় সংকটের মধ্যে পড়বে। সংকট নিরসনে দ্রুত নির্বাহী কমিটির সভা ডাকছেন বাফুফে সভাপতি। সেখানেই বিশেষ তদন্ত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চান তাবিথ।
নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক সদস্য জানিয়েছেন, সভাপতি চেষ্টা করেছেন দুই পক্ষকে ম্যানেজ করে সমস্যা সমাধানের। কিন্তু কোচ ও মেয়েরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় সেটা সম্ভব হচ্ছে না। এখানে মেয়েদের যেমন দায় আছে, তেমনি বাফুফের নারী উইংও দায় এড়াতে পারে না। পাশাপাশি তদন্ত চলাকালে কোচের সংবাদমাধ্যমে কথা বলাও পছন্দ করেননি সভাপতি। সবার মতামত নিয়েই এগোতে চান তাবিথ আউয়াল।
- মাগুরার শিশুটির অবস্থা আরও আশঙ্কাজনক, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’
- রাজধানীতে সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা যেখানে
- এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবে না
- দেশজুড়ে ধর্মঘট চিকিৎসকদের, বন্ধ আউটডোর-ইনডোর সেবা
- শেখ পরিবারের নামযুক্ত সেনাবাহিনীর ১৬ স্থাপনার নাম পরিবর্তন
- সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে অধিকাংশ ঘর
- গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি
- দুই বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- আলুর বাম্পার ফলন, তবু কৃষকের মাথায় হাত
- রাজধানীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন
- মাগুরার সেই শিশুটির অবস্থার আবারও অবনতি
- এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা
- দেশে কিডনি রোগে আক্রান্ত ৩ কোটি ৮০ লাখ মানুষ
- সরকারি হলো আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয়
- কফির সঙ্গে এসব খাবার ভুলেও খাবেন না!
- সবজিতে স্বস্তি, তেল-চালের বাজার চড়া
- একাই ৪ স্বর্ণ জয় করলেন নরসিংদীর উর্মি
- ঐতিহ্য ফিরিয়ে আনতে ৬ বন্ধুর ‘রস বাগিচা’
- কোচ বাটলারকে নিয়ে সাবিনাদের যত অভিযোগ
- হাসপাতাল থেকে আজ বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
- হাঁসের মাংসের কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি
- শনিবার থেকে শীত আরও বাড়বে
- নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা: বাফুফের প্রতিবাদ
- অমর একুশে বইমেলা: অতীত থেকে বর্তমান
- রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
- ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত
- নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ
- জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ জুনিয়র টাইগ্রেসদের
- দুর্ঘটনায় সালমানের বোনের হাড়গোড় ভেঙে চুরমার