নির্বাচনে নৌকার মাঝি হতে চান ডজন খানেক তারকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিবারের মত এবার উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে বিনোদন অঙ্গনে।
নির্বাচনে প্রার্থী হতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কিছু তারকা। সব মিলিয়ে ডজন খানেক তারকা নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী।
গত কয়েক দিনে রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তাদের পদচারণা চোখে পড়ার মতো।
শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। এদিন মনোনয়ন সংগ্রহ করেন কিছু তারকা।
সবার প্রথমে প্রথম দিনই মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহিয়া মাহি। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান।
২০২২ সালে এই একই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। তিনি গণমাধ্যমে বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চাওয়া চিত্রনায়ক শাকিল খান।
তিনি গণমাধ্যমে বলেন, রামপাল-মোংলার মাটি ও মানুষকে আমি ভালোবাসি। এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করব। এলাকায় অনেক কাজের সুযোগ রয়েছে। মোংলার এপার-ওপারকে সংযোগ করার জন্য একটি সেতু খুবই প্রয়োজন। এই সেতু করাসহ মানুষের কল্যাণে সবকিছু করার চেষ্টা করব। মোংলা-রামপালের মানুষ আমার পাশে আছে। আশা করি প্রধানমন্ত্রী আমাকে এই আসন থেকে দলীয় মনোনয়ন দেবেন।
অভিনেত্রীদের মধ্যে নির্বাচনে আসা নিয়ে আলোচনায় আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, নির্দিষ্ট কোনো আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার মতো সিদ্ধান্ত নেননি তিনি। তবে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কোনো দায়িত্ব দিতে চান তাহলে তিনি সেটা পালন করবেন।
মনোনয়ন নিয়ে গুঞ্জন ছিল চিত্রনায়িকা পূর্ণিমাকে ঘিরেও। এ বিষয়ে তিনি স্পষ্ট কথা বলেছেন। তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারাই মনোনয়ন প্রত্যাশা করতে পারেন। রাজনীতিতে আমি তাদের তুলনায় একদমই শিশু। তাই নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন সংগ্রহের কোনো ইচ্ছে বা পরিকল্পনা নেই আমার।
আসন্ন নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি চর্চিত নাম ফেরদৌস। তিনি বলেন, দলের হাইকমান্ডের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। পছন্দের কোনো আসনের বিষয়ে তিনি জানান, ঢাকা-১৭, কুমিল্লা-১ ও যশোর (আসন উল্লেখ করেননি)। এই তিনটির যেকোনো একটি আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে। বাকিটা দল যেভাবে ভালো মনে করবে, সেভাবেই পদক্ষেপ নেব।
চিত্রনায়ক রিয়াজের নিয়ে গুঞ্জন থাকলেও তিনি জানিয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন না। তিনি জানান, আমি বঙ্গবন্ধুকে ধারণ করি। আওয়ামী লীগকে পছন্দ করি। তবে সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা বা আগ্রহ এখন পর্যন্ত আমার নেই। আমি মনে করি, আওয়ামী লীগে অনেক যোগ্য প্রার্থী রয়েছে। যাদের শরীরে এখনও বুলেটের দাগ আছে, নির্যাতনের চিহ্ন আছে। তারাই নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য।
রিয়াজ আরও বলেন, আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করার মতো কোনো চিন্তাভাবনা আমার নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ভেবে দেখব।
আসন্ন নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। তিনি জানান, দেশে চলমান উন্নয়নের অংশীদার হতে সোমবার (২০ নভেম্বর) বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করব। যেহেতু আমি বাবুগঞ্জের ছেলে, তাই সেই আসনে নির্বাচন করে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই।
ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, নৌকা প্রতীকে নির্বাচন করার ইচ্ছা আছে। ঢাকা-১৪ আসন থেকে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করব। বাকিটা দলীয় সিদ্ধান্ত আসার পর চিন্তা করব।
ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ছোটপর্দার সুপরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমান। সেবার দল তাকে মনোনয়ন না দিলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও একই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন তিনি।
এ বিষয়ে তিনি গণমাধ্যমে বলেন, ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করব। যেহেতু ঢাকায় আমার বেড়ে ওঠা তাই ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন চাইব। আর টাঙ্গাইল-১ আমার গ্রামের বাড়ি, সেখানে আমার মা থাকেন। তাই ওই আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করব। বাকিটা দলের হাইকমান্ড যেটা ভালো মনে করবে, যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব।
আওয়ামী লীগের রাজনীতিতে বর্তমানে বেশ সক্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তবে নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করবেন জানিয়ে তিনি বলেন, আমি মনে করি, রাজনীতিতে আমার এখনও অনেক কিছুই দেওয়ার বাকি। এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম তুলছি না। তবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় থাকছি। এরইমধ্যে দলের হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছি।
চিত্রনায়ক জায়েদ খান সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, অনেকেই মনে করেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি এমপি হওয়ার জন্য। কিন্তু না, আমি এই দলটিকে সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ধারণ করি। সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম তুলছি না, তবে দলের যেকোনো কর্মকাণ্ডে, প্রয়োজনে পাশে আছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করেছেন দেশের দুই স্বনামধন্য অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী।
এ বিষয়ে রোকেয়া প্রাচী বলেন, ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের ইচ্ছা রয়েছে।
অভিনেত্রী শমী কায়সার বলেন, ফেনী-৩ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা রয়েছে।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকলেও দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন ফরম তোলার কোনো ইচ্ছা নেই অরুনা বিশ্বাসেরও। তিনি মনে করেন, রাজনীতিতে আরও যোগ্য ব্যক্তিরা আছেন। তাদেরই উচিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। তিনি বলেন, নির্বাচনের জন্য কোনো মনোনয়ন ফরম সংগ্রহ করছি না। তবে আওয়ামী লীগের পাশে আছি, অতীতেও যেভাবে ছিলাম, ভবিষ্যতেও সেভাবেই থাকব।
এছাড়াও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও দেশবরেণ্য অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে আরেকবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
- সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
- ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল
- ৫৭ বয়সেও মাধুরী দীক্ষিত যেন পঁচিশের তরুণী!
- জেনে নিন ভাপা পিঠার সহজ রেসিপি
- প্রথমবার দুঃসাহসিক অভিযানে ইহুদি মেয়েরা
- রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি
- রাজাপুরের বধ্যভূমি আজো অরক্ষিত
- বিশ্বের সবচেয়ে খাটো দম্পতির গিনেস রেকর্ড
- সাগরে আরেকটি লঘুচাপ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- সম্পদের হিসাব জমা না দিলে শাস্তি হতে পারে সরকারি চাকরিজীবীদের
- ‘নারীরা লড়াই করেছেন সমানতালে, এখন কেন আড়ালে’
- ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
- সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রথম স্বামী নিহত
- এক ইলিশের দাম ৬ হাজার টাকা!
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- ড.ইউনুসকে তসলিমা নাসরিনের খোলা চিঠি
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- স্নাতক পাসে চাকরি দেবে আড়ং
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- ‘রিমান্ড’-এ মম
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা