ঢাকা, মঙ্গলবার ০৩, ডিসেম্বর ২০২৪ ২৩:১৯:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা অন্তঃসত্ত্বা ছিলেন সেই তরুণী, বিয়ের চাপ দেওয়ায় খুন করেন প্রেমিক শীতের দাপটে কাঁপছে পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ভারতে হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

নড়াইলে শীতকালীন সবজির দাম কমছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৩ নভেম্বর ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নড়াইল জেলায় শীত কালীন সবজি বাজারে আসতে শুরু করায় সবজির দাম কমে এসেছে। একই সঙ্গে নিয়মিত বাজার মনিটরিং করায় সবজির  দাম কমছে।

বাজার ঘুরে দেখা গেছে, আলু ৭০-৭৫ টাকা, ফুলকপি ১২০টাকা, পেঁপে ৫০টাকা, উচ্ছে ১১০টাকা, লাউ ৭০-৮০টাকা, বেগুন ১২০টাকা, মুলা ৫০টাকা, পোটল ৭০টাকা,  শিম ১২০ টাকা, মরিচ ১২০টাকা, পালংশাক ৯০ থেকে ১০০টাকা করে কেজি বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজি বাজারে আসায় দাম কম হওয়ায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছে। কিছু দিনের মধ্যে শীতের সবজি সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরও কমবে বলে জানান তারা।

সবজি ক্রেতা আতাউর রহমান বলেন, শীত কালীন সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে। শীত কালীন সবজি শিম ১০০-১১০টাকা, পালংশাক ৮০-১০০টাকা বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগেও বিক্রি হচ্ছিল ১৩০ থেকে ১৫০ টাকা পর্যন্তু।

অপর ক্রেতা সঞ্চিতা বিশ্বাস বলেন, ফুল কপি ১০০-১২০ টাকা, লালশাক আটি ২৫ থেকে ৩০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামাল ব্যাবসায়ী মুনসুর হোসেন বলেন, শীত কালীন সবজি বাজারে আসতে শুরু করায় সবজির দাম কমতে শুরু করেছে। শীত কালীন সবজি আরও বাজারে আসলে দাম কমবে।

নড়াইলের ভোক্তার সহকারী পরিচালক শামীম হাসান জানান, জেলার বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যাবসায়ীদের জেল-জরিমানাও করা হচ্ছে। শীত কালীন সবজি বাজারে

সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে বলেও জানান এ কর্মকর্তা।