ঢাকা, রবিবার ০৫, জানুয়ারি ২০২৫ ১৪:২৯:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু মেট্রোরেলের দরজায় আটকা পড়লেন নারী, অতঃপর যা ঘটল ঠান্ডায় বেড়েছে ডায়রিয়া রোগী, ৭০ ভাগই শিশু মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা মাঝ নদীতে আটকা ফেরি, বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ চলে গেলেন ভাষা সৈনিক মরিয়ম বেগম

পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা

আফসা আহমেদ আলমী | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার

হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভারতের সিকিম ও নেপালে অবস্থান হলেও হেমন্তের এই সময় প্রায় প্রতি ভোরেই পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার দেখে মেলে। আর তাই অসংখ্য পর্যটক এখন প্রতিদিন সকাল-বিকাল তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর পাড় থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে আসেন। শুধু পঞ্চগড় নয় ঠাকুরগাঁও থেকেও এর দর্শন মেলে।
প্রতি বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কুয়াশা আর মেঘমুক্ত হেমন্তের আকাশে ভেসে ওঠে সুউচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভারতের দার্জিলিংয়ের টাইগার হিলে দাঁড়িয়ে উত্তর-পশ্চিম দিকে তাকিয়ে পর্যটকরা যে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করেন, অনেকটা সে রকমই এখন পঞ্চগড়ের মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট দেখা মিলছে নান্দনিক কাঞ্চনজঙ্ঘা।
খুব ভোরে অর্থাৎ সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যেই দৃশ্যমান হয় কাঞ্চনঝঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। প্রতিবছরই শীত এলে হিমালয়ের এই পর্বতশৃঙ্গের দেখা মেলে। তবে প্রতিদিনই যে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে তা কিন্তু নয়।
স্থানীয়দের মতে, সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে এর দেখা মেলে। সকাল ১০টা পর্যন্ত বেশ ভালোভাবেই দেখা যায়। তারপর ধীরে ধীরে ঝাপসা হয় পর্বতের দৃশ্য। আবার শেষ বিকেলে যখন সূর্যকিরণ তির্যক হয়ে পড়ে বরফের পাহাড়ে তখন অনিন্দ্য সুন্দর হয়ে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা।
কাঞ্চনজঙ্ঘাসহ সমতলের চা বাগান, মহানন্দা নদী, বাংলা বান্ধের জিরো পয়েন্টসহ আরো নানা প্রাকৃতিক দৃশ্য দেখতে বছরজুড়ে পঞ্চগড়ে আসেন দর্শনার্থীরা। তবে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত পর্যটকদের বেশি ভিড় থাকে। কেননা এই সময় মেঘ মুক্ত আকাশ থাকায় তেতুলিয়া থেকে দেখা মেলে হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। যদিও কূয়াশার কারণে এই বছর এখন পর্যন্ত দেখা মেলেনি কাঞ্চনজঙ্ঘার। পর্যটকদের সুবিধার্থে পর্যটন কেন্দ্রগুলোকে বিভিন্নভাবে সুন্দর ও পরিষ্কার করা হচ্ছে।  
উপজেলা প্রশাসন জানায়, এই বছর শীতের সময় পর্যটকদের জন্য তেতুলিয়ায় ৮টি সরকারি বাংলো এবং ১৫ টির মতো হোটেল প্রস্তুত রয়েছে।
কিভাবে যাবেন: ঢাকা থেকে পঞ্চগড় দূরত্ব ৪১২.৫ কিলোমিটার। বাস অথবা ট্রেনে দুই ভাবেই যাওয়া যায় পঞ্চগড়। চাইলে একদিনে ঘুরে আসতে পারেন পঞ্চগড় তার জন্য আপনি রাতে বাসে অথবা ট্রেনে রওনা দিতে পারেন পঞ্চগড়ের উদ্দেশ্যে ।
যাতায়াত সময়: ঢাকা থেকে পঞ্চগড় যেতে সময় লাগবে (১০-১২) ঘন্টার মত।
বাস ভাড়া: নন-এসি ভাড়া ১০০০-১১০০ টাকা পর্যন্ত প্রতিজন। উল্লেখযোগ্য যেসব পরিবহন যাতায়াত করে নাবিল পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন প্রভৃতি।
ট্রেন ভাড়া: শ্রেণী অনুযায়ী জনপ্রতি ৬৯৫-২৩৯৮ টাকা পর্যন্ত। ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় আসতে পারেন।
হোটেল: পঞ্চগড়ের তুলনায় তেতুলিয়ার হোটেল ভাড়া বাড়তি সে ক্ষেত্রে ভালো হবে ডাক বাংলোতে থাকলে।