ঢাকা, বুধবার ২০, নভেম্বর ২০২৪ ০:২৪:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদত্যাগ করেছেন হাইকোর্টের তিন বিচারপতি রাজধানীতে তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে না ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, রক্ষা পাবেন যেভাবে শুষ্ক মৌসুমেও পানিবন্দি ৩ উপজেলায় লাখো পরিবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান সায়েমা শাহীন

পরিবেশ রক্ষায় শত বিলিয়ন ইউরো ব্যয় করবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পরিবেশ রক্ষায় ১০০ বিলিয়ন ইউরো খরচ করার সিদ্ধান্ত নিয়েছে আঙ্গেলা ম্যার্কেলের সরকার৷ এই অর্থ খরচ করে ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ কমিয়ে আনতে চায় জার্মানি৷

বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করা জার্মানির পক্ষে সম্ভব হবে না৷ জাতিসংঘের জলবায়ু অ্যাকশন সামিটের আগে জলবায়ু বিপর্যয় মোকাবেলার দাবিতে শুক্রবার বিভিন্ন দেশে কর্মসূচি পালন করা হয়৷ জার্মানিতেও পালিত হয়েছে এ কর্মসূচি৷

এদিকে জার্মানির জোট সরকার ১৮ ঘণ্টা ধরে বৈঠক করে কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে কমিয়ে আনার জন্য ১০০ বিলিয়ন ইউরোর তহবিল চূড়ান্ত করে৷ এএফপি, রয়টার্সসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জানায়, বৈঠকে সিডিইউ নেত্রী আঙ্গেলা ম্যার্কেল আর ভাইস চ্যান্সেলর, অর্থমন্ত্রী ও এসপিডি নেতা ওলাফ শোলৎস এ বিষয়ে একমত হয়েছেন৷ এমন দলিল তারা হাতে পেয়েছে বলেও সংবাদ সংস্থাগুলোর দাবি৷

দিনের প্রথম ধর্মঘটটি নিউ ক্যালেডোনিয়ার ফ্রেঞ্চ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুরু হয়৷ এই দ্বীপপুঞ্জের বাসিন্দারা সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা প্রবাল প্রাচীরগুলো রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন৷ সমুদ্রের স্তর বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দ্বীপ দেশগুলো৷

এএফপির প্রতিবেদনে বলা হয়, কার্বন নিঃসরণ কমাতে বিমান ভাড়া বাড়াবে এবং ট্রেনের টিকিটের দাম কমানোর কথা ভাবছে জার্মান সরকার৷ রেলের অবকাঠামোতে পরিবর্তন আনতে ৮৬ বিলিয়ন ইউরো খরচ করা হবে৷ ম্যার্কেল সরকার মনে করে কার্বন নিঃসরণ কমানোয় ১০০ বিলিয়ন ইউরো খরচ করা হলেও বাজেটের ভারসাম্য নষ্ট হবে না৷ সূত্র এএফপি, রয়টার্স।

-জেডসি