ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২৩:৪৫:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪ তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক কলহের জের স্বামীর মারধরে মমতাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আতাউর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আটক আতাউর রংপুর জেলার কোতোয়ালি থানার শেখপাড়া গ্রামের সাধু মিয়ার ছেলে। ফতুল্লার শাসনগাঁও এলাকায় স্ত্রী মমতাজ বেগমের বাড়িতে থাকতেন।


মমতাজ বেগমের চাচাতো ভাই আল মামুন বলেন, আতাউর রহমান ১০ বছর আগে শাসনগাঁও মমতাজ বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। সে সময় মমতাজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ে করেন। তবে এখন পর্যন্ত তাদের ঘরে কোনো সন্তান আসেনি।

তিনি আরও বলেন, বিয়ের কয়েক বছর পর থেকেই তাদের সংসারে ঝগড়া শুরু হয়। যখনই টাকার প্রয়োজন হতো তখনই মমতাজের সঙ্গে ঝগড়া করতেন আতাউর। গতরাতেও তাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। এরপর সকালে আবার তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীর মারধরে মমতাজের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আতাউরকে আটক করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান  বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে আতাউরকে আটক করা হয়েছে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করবে।