ঢাকা, শুক্রবার ০৪, এপ্রিল ২০২৫ ২:২৬:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে সোনার বড় দরপতন বাসচাপায় বাবা-মেয়ের প্রাণহানী ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই: শিক্ষা বোর্ড মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় গুরুতর চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে: শারমীন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশুরা আগামীদিনের জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের লেখাপড়া, তাদের কর্মজীবনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। তিনি বলেন, শিশুরা বিভিন্ন বিষয়ে লেখাপড়া শিখে বড় হয়ে জ্ঞানে-গুণে সমৃদ্ধ হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে।
  আজ বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেব অধিদপ্তর আয়োজিত তেজগাঁও সরকারি শিশু পরিবারের শিশুদের ঈদ উপহার ও  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা দেন তেজগাঁও সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক ঝর্ণা জাহিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি  ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার আমন্ত্রিত কর্মকর্তা বৃন্দ, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ । 
এছাড়াও এ অনুষ্ঠানে সারাদেশে ৮৪ টি সরকারি শিশু পরিবারের বালক, বালিকা এক হাজারের অধিক শিশু জুম প্লাটফর্মে সংযুক্ত হয়ে এক হাজারের অধিক শিশু একসাথে ইফতার করেন এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, বরিশালের শিশু পরিবারের শিশুরা তাদের অভিমত ব্যক্ত করেন এবং এ সরকারের নতুন নতুন উদ্যোগকে ধন্যবাদ জানান। শিশুরা পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর ঈদ উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি হয়।
উপদেষ্টা শিশুদের সাথে কথা বলেন, তাদের লেখাপড়া, সুচিকিৎসার খোঁজখবর নেন। শিশুদের সাথে ইফতার করেন ও  ঈদ উপহার সামগ্রী প্রদান করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন । পরে তিনি সরকারি শিশু পরিবারের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।